বর্তমান বাংলাদেশে সরকারি বেসরকারি বিভিন্ন কলেজ ভার্সিটিতে ২৫ থেকে ৩০ টি বিষয়ে অনার্স - মাস্টার্স পড়ানো হয়। এই বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান। অর্থাৎ এই বিষয়গুলো প্রত্যেকটিরই ক্ষেত্র আছে বাংলাদেশে। এঈ বিষয়গুলো নিয়ে গবেষণা করে দেশের অর্থনীতি উন্নতি করার ব্যাপক ক্ষেত্র আছে বাংলাদেশে।###কিন্তু বর্তমান সরকারসহ আগে থেকেই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরীর জন্য শুধুমাত্র বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হয়ে আসছে। এতে কি প্রকৃত মূল্যায়ন করা গেল? ###এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? সকল ছাত্র ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরিক্ষার পর থেকে শুধু তোতা পাখির মত এগুলোই পড়ে আসছে। তারা অনার্স মাস্টার্স লেভেলেও কোন রকম গবেষণা ছাড়াই শুধুমাত্র একটি সার্টিফিকেট এর আশায় পড়াশুনা করে যাচ্ছে। অনার্স মাস্টার্স সে যে সাবজেক্ট এর উপরই করুক না কেন মূল পড়া হিসেবে সে ইংরেজী, বাংলা, গণিত ও সাধারণ জ্ঞানকেই বেছে নিয়েছে। এর প্রেক্ষিতে কি হচ্ছে? দেশ থেকে কোন স্পেসালিস্ট তৈরি হচ্ছে না, কোন বিজ্ঞানী তৈরি হবে না। ###আর তাই যদি সরকারের ইচ্ছা হয়, তবে দেশ থেকে বাংলা, ইংরেজি, গণিত বাদে বাকী সকল বিষয়ের অনার্স মাস্টার্স বন্ধ করে দিক। আর যদি দেশকে একটি সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে চায় তাহলে যে যে বিষয়ে অনার্স মাস্টার্স করে এসেছে তাকে সেই সমস্ত সেক্টরে চাকরি ও পরিক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হোক।###মোঃ আমির হামজা,###বি এস সি অনার্স (জুওলজি), এম এস সি ( ফিসারিজ)
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৪২