মাগো শুনছো কি আমার পায়ের শব্দ?
রাত যখন গভীর, হয়ে নিস্তব্ধ
দুটি চোখ হতে পারেনি আজো ঘুমন্ত।
কেমন করে পাড়লো তারা
করতে আমায় ঘর ছাড়া
করতে তোমায় সর্বহারা।
আমার গায়ে জালছিল অনল
বাচঁতে দাউ বলেছি অনর্গল
কেউ দিলোনা বাচঁতে আমায়
শুয়ে ভাবছি হাসপাতালের বিছানায়।
সবাই বলছিলো আমি নাকি মৃত
দেখলাম তোমার ক্রন্দনরত, জড়িয়ে আমার গলা
বলছিলে তুমি, কেমনে গেলি টপকিয়ে আমার পালা?
সেদিন খুব কষ্ট হচ্ছিলো নিঃশব্দে করেছি ক্রন্দন
বুঝেলাম সেদিন তুমি যে আমার কতইনা আপন।
এর পর থেকে প্রতিটি দিন কেটেছে প্রতিক্ষায়
বর্বরতার বিচার পেয়ে তৃপ্ত আত্মার আশায়।
কেটেছে কত যে দিন,বসে আদালত পাড়ায়
কেটেছে জালিমের অপেক্ষায়,দেখতে মরণ সাজা
দেখো চেয়ে মোর কবর খানি, রক্তে রয়েছে তাজা।
আজ আমি তৃপ্ত, যারা আমায় করেছিলো বিবর্ণ
হয়েছে তারা নগন্য, পেয়েছে মরণ সাজা
বলব সবাইকে, খুশিতে ওপারে
হাজারো নুসরাত হয়েছে যেথায় অগোচরে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৯