ব্যাঙের উদাসীনতার উৎসবে সর্পের মুখ ভার
তবু চিংড়ির পেছনেই চলে তাঁর উত্ত্যক্তকরণ
হঠাৎ ইলসে-গুঁড়ি দেখে কেটে যায় হৃদয়ের মন্দা ভাব
শাপলাফুলের হলুদ হৃদয়ে উঁকি দেয় সকালের সোনা রোদ
রোদের মনোলোভায় ওত পেতেছে বিষাক্ত ছাতা
বিলের বুকে আহা কী নয়নাভিরাম ফণা!
পদ্ম পাতার তৈলাক্ত থালায় জ্বলে উঠে ফোঁটা জলের জ্বলজ্বল মুক্তা
মুক্তার পুকুরে সাঁতরাতে এসে ব্যাঙের খপ্পরে চিংড়ি ছানা
ব্যাঙের ব্যস্ততার সুযোগে মুচকি হেসে উঠে বিলের ক্ষুদার্ত সর্প।