বর্ণিল স্বপ্নগুলোর কত মলিন বদন!
দিনের সূর্যকে ঢেকে দেয় তুলতুলে রাত
অথচ এখনো সকাল!
এখনো জীবনের ঠোঁটে সিলিকনের জ্বলজ্বলে হাসি
সবগুলো চোখ এখনো অন্ধ নয়
তবু কেন ফসলের মাঠে নেই আলোর চিৎকার
বাতাসের শো শো শব্দগুলো আজ সা সা সা !
বুড়ো ধানের পাতা বেয়ে ঝরে পড়ে কৃষাণীর শুকনো চোখের কুয়াশা।
ফসলি জমিতে এখন ফসিলের নর্দমা
ফুলসজ্জার রঙিন চাদরে যেন বিধবার নীরবতা
আজকের নীলাম্বর এখনো মেঘে ঢাকা
দিনের বুকে রাতের ছায়ার চলে নীরব কীর্তন
এছাড়া এখানে এখন আর কিছু নেই
সেদিনের সোনালি স্বপ্নের মাঠে পড়ে আছে
শুধু কিছু মৃত ধান মৃত পাখি আর
অজ্ঞাতনামা কৃষকের ক্ষয়ে যাওয়া মৃত হাড়গোড়।