হে কচি বীজের নরম গাছ
তুলতুলে ছায়ানটে তুমিতো লম্বা হয়েছো বেশ!
নিশ্চয়ই বাতাস দেখোনি কোনোদিন !
তাই তোমার স্বপ্নেজুড়ে পর্বতের সাহস
সুনশান এ নগরীতে বাতাসের বড়ই অভাব
শুধু মনের ভেতর কিছু আগুন আছে
পুরান ঢাকার রাস্তার মত পুরানো আগুন
সে আগুন যদি জ্বলে উঠে চকবাজারের ন্যায়
তবে ফায়ার ব্রিগেড রাস্তা খুঁজে পাবে কী?
জানি তখনও আমার ভয়ানক ভয় হবে
কারণ কিছু কিছু আগুন
ভষ্ম করে দেয় ফাগুনের নয়নাভিরাম।
তাই বুকের আগুন আজ বুকেই চাপা থাক
অগ্নী চাষা রয়ে যাক আগের মতই
তুমি শুধু ক্যামিকেলের গুদামঘর সরিয়ে রেখো
এ আমার শেষ অনুরোধ!