আমি ভাটির সুরে, মাটির টানে ধরেছি একতারা
এই সুরেতেই বাঁচব আমি এই সুরেতেই সারা।।
এক জনমে চাইনা কিছু বাউল যোগী ছাড়া
সেই কারনেই আজকে আমি কাছের মানুষ হারা,
ছয় শঠেরে বাধতে যাইয়া বাধলাম দোতারা,
জিন্দা দেহে মরা আমি কি আর যাইবো করা।।
পথের মানুষ পথের সাথী পথেই যাব মারা
সকল পথে পথিক যিনি পাইছে তারে যারা
তাদের ধূলি মাথায় তুলি হইব সর্বহারা
মূর্শীদ নাম গলায় বেন্ধে দিব তারে ধরা।।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ দুপুর ১২:২৭