বাংলা সিনেমা দেখতে গিয়া বাড়ির মুরুব্বিদের অনেক ধাতানি খাইছি...হয়ত বয়স কম আছিল...তাই সে সময় কাউরে জবাব দিতারিনাই...আর ৫/৬ক্লাসে পড়ার সময় সিনেমা দেখতে যাওয়াটাও যে সব পরিবার হাসিমুখে মেনে নেবে এটা ভাবাও তো ঠিক না...
স্কুল পলাইয়া সিনেমা দেখা,বাড়িতে বিচার আসা...মেজ ভাইয়ের লাকড়ি(রান্না করার জন্য যে কাঠের প্রয়োজন হয়,অনেকে হয়ত বুঝতে পারবেনা,তাই ভেঙ্গেচুরেই লেখলাম!)নিয়ে তেড়ে আসা...আর আম্মার আমাকে আগলে রাখা...মারিসনা...সে না বুইঝা দেখছে...সামনে আর দেখবোনা...
এর পরের সপ্তাহেই স্কুল পলাইয়া আবার সিনেমাহলে গিয়ে মুভি দেখা...তখন মুভির বুঝতাম ই কি?
কিছুই বুঝতামনা আসলে...রুবেল জসিমের মারামারি,ইলিয়াস কাঞ্চনের কান্নাভেজা ডায়ালগ আর সিনেমার গান ই মনে হয় আমার আকর্ষন ছিল...কারন রাস্তাঘাটে এএম ব্র্যান্ডের রেডিওতে বাংলা সিনেমার যেই হারে প্রচারনা হইত...নিজেরে বুঝানো মুশকিল হইয়া যাইত...
ঘটনা৯০ এর শুরুর দিকে!
স্কুল থেকে আসার পথে যহন পাশের বাড়ি থেকে শুনতাম
"বেলি ফুলের মালা পরে...এক প্রেমিক প্রিয়াকে ঘরে তুলেছে..."আরে বাবা...কেমন যে লাগত...
তারপরে?
"বন্দুর দুইটা চোখ যেন দুই নলা বন্ধুক...গুলি কৈরা ভাঙল আমার প্রেমের ই সিন্ধুক..."
অথবা
"মানুষ নিষ্পাপ...পৃথিবীতে আসে...কাউকে দিওনা দোষ পিতার দোষে...মা বলেছে...মানুষ যদি হতে হয়...পাপকে ঘৃনা কর...
পাপীকে নয়..."
এইসব মুভি গান যারা শুনছে দেখছে তারা বুঝতে পারব বাংলা সিনেমার কি মায়া...কিশোর মনে সেসব গান/মুভি কেমন প্রভাব ফেলে...
তো যা বলতেছিলাম...এইসব মুভি বিষয়ক বাড়িতে যেসব ক্যাচাল হইছে...সেসবের জন্য দায়ী কে?
দোষী কে?
তারা কি কোন ধর্মিয় ভাবাবেগ থেকে আমার সিনেমাহলে যাওয়া নিয়ে রাগারাগি করত?
নাকি আমার লেখাপড়ায় ব্যাঘাত যেন না ঘটে সেজন্য এইসব করত?
আমি সেইটা দুইভাবেই দেখতে পারি..দেখাতেও পারি।
ব্লগেও সেভাবে বলতে পারি।
পাবলিক বাহবা দিব...আপনে আপনের পরিবারের বিপক্ষেও বলতে পারছেন...স্রোতের বিপক্ষে বলার মত লোক আছে বলেই পৃথিবীটা এখনো এত সুন্দর! সেসব সত্যকে অকপটে প্রকাশ করতে পেরেছেন...ব্লা ব্লা ব্লা!
প্রসংসা পাওয়ার লোভ আমার সেই লেভেলে এখনো যায়নায়।আল্লায় রক্ষা কর্ছে!
আসলে এরকম ঘটনা আমাদের প্রায় সবার জীবনেই ঘটছে...বিভিন্নভাবে সেটার ব্যাখ্যা বিভিন্নজনে দিছে...সামনেও দিবে...
এইসবের জন্য ধর্মিয় গোড়ামি,অথবা ধর্ম সময়ের সাথে চলতে পারেনা...কাউকে চলতেও দেয়না...সবাইকে বাধা দেয়...তারপর ধর্ম ফেল মারে... এইসব কাবজাব তুইল্যা আইনা অনেক কিছুই প্রমান করন যায়...বাবা-মারে ব্যাকডেটেড দেখানো যায়...ধর্মরে কিছু দোষ দেয়া যায়...
সেটা যদি আন্তর্জাতিক পরিমন্ডলে পৌছে?
তাহলে মানুষের বুঝতে সুবিধা হয়...বাংলাদেশের মানুষ একটু গোড়া...এইসব থেকে বেরোনো উচিৎ...এইসব থেকে বের হবার জন্য যারা কাজ করতাছে তাদের ফান্ড দিয়ে দাও...বানাক মুভি!
ভায়া?
এলা থামেন...
আমরা এখনো এতটা গোড়া হইতারিনাই...মাইনষের কাছে এইসব দেখাইয়া ভাল সাজনের কোন দরকার নাই...
তাবলীগের কড়া ভক্ত যারা তারা ছাড়া(আমার দেখামতে দেশে এবং বিদেশে ) টেলিভিশন দেখেনা/রাখেনা এমন মানুষ বঙ্গমুল্লুকে নাই...এমন বাঙ্গাল ও চোখে পড়েনাই...
আর যেই প্লট লইছেন।স্কাইপে ভিডিও কল করা যায় সেই এলাকায় টেলিভিশন নাই।দেখতে দেয়না।
কি দরকার টেলিভিশন কিননের?ইন্টারনেটেই তো কত্ত সাইট আছে টিভি চ্যানেল দেখনের
আর গুগলের মত মামা থাওতে কে যায় পত্রিকার পাতার ছবি দেখনের লাইগ্যা?
আপনে নিজেও আপডেট হইতারেন্নাই।আইসা পরছেন আরেকজনের পিছুগামীতা দেখাইতে!!
পুরান প্যাচাল ছাইড়া নতুন কিছু করেন...আগেই জানতাম এমঙ্কিছু করবেন...এর বাইরে যাওয়ার ক্ষমতা দেখাইতে আরো সময় লাগবে আপনের।
ভাল থাইকেন!
আর হ্যা কমেডি মুভি হিসেবে টেলিভিশন সফল হোক সেই কামনা কর্লাম!
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৭