কোথাও কেউ নেই আজ-ছিল একসময়,
উঠোনে,রোদের ওপরে চঞ্চলতা,
কত ছোটাছুটি,
মুখোমুখি বসে আছি আমরা,
মনে হয়,এইতো মাত্র কিছুক্ষন হলো,
আরেকটূ থাকি,
যাকনা,
একটি জ্বলন্ত বিকেলই তো?
পোড়া দাগ হয়ে থেকে যাক
এই কিছুক্ষণ,
কেউ বোঝেনি,বুঝতে চাইনি আমরাও,
এই কিছুক্ষন,
কোথাও পার করে দিবে কয়েকশো আলোকবর্ষ,
মিশে গ্যাছে শূন্যে নাম না জানা-তরঙ্গ-কণা
সহস্র সহস্র,
স্পষ্ট মুখের প্রতিচ্ছবি উভয়ের,চোখের মনিতে,
বাকি সবকিছু ডিফোকাসিত,ঈস্বদচ্ছ বিশ্ব,
বসে আছি আমরা দুজনে মূখোমুখি পাশাপাশি
অনন্তকালের চেষ্টায়.................................