কবে কে জানে কোন ফুল অগোচরে ঝরে,
ক'টা ফুলের হিসেব মানুষেরা রাখে,
কোন বসন্তে ফোটে সে ফুল,কোন শীতে
শুকায়,কোন গ্রীষ্মের গরম বাতাসে ভাসে
তার ঘ্রান,কে ওসবের হিসাব রাখে,ক'টা পিচঢালা
রাস্তায় গুড়ো হয়,ক'টা সুতোয় গাথা পরে
মালা হয়ে ওঠে,সেসব মালাদের খবর ব্রেকিং নিউজে
ওঠেনা,রিপোর্টার্স ডেস্কে বিস্তারিত বলা হয়না মৃত
ফুলেদের কথা,পত্রিকার ফ্রন্ট পেজে ছবি দিয়ে ছাপা হয়না,
আজ নাম না জেনে হিসেব ছাড়া ফুলেরা মারা গিয়েছে....................