আজ আমার কেমন যেন লাগছে,
বাড়ি ফেরার তাড়া ছিলো আজ,
চেতন নয়,অবচেতনের তাড়া,
ইনফিনিটির ইউনিভার্সে কোথায় যেন
কিছু শুন্যস্থান হয়ে আছে,
বোধহয় তোমার আনাগোনা পাচ্ছি কোথাও
আজ কতদিন পরে,
এতদিনে পৃথিবীটা কতবার আবর্তিত হয়েছে,
জোয়ারভাটার খেলা খেলেছে সমুদ্র কতবার,
চাঁদ হয়ে পৃথিবীর আশেপাশে ঘুরে ঘুরে
কতটি পূর্ণিমা অমাবস্যা ঘটিয়েছে কে জানে?
হয়তো সেটা জানে আবহাওয়া অফিসের টেবিলে বসে থাকা
কোনো সরকারী কর্মকর্তা,তবে আমি জানিনে,
আজ আমার কোথায় যেন একটা দূর্যোগ হচ্ছে,
বেতারে কোনো পূর্ভাবাস পাইনি,
পেলে ছুটে যেতাম আশ্রয়কেন্দ্রে,
ভেতরটা বড়ো রহস্যময় জানো?
প্রকৃতির রহস্য উদঘাটনে সবাই আদাজল খেয়ে নামে,
কিন্তু,ভেতরের রহস্য কেউ জানেনা............।