আমি চাইনা প্রেমিকার প্রেমিক হতে,
আমি হতে চাই পার্কের বাদাম বিক্রেতা,
দৈনিক যার দুশো টাকা আয়।
আমি নতুন পোশাক হয়ে তরুনীর গায়ে লেপ্টে থাকতে চাইনা,
আমি চাই শীতের রাতে,
উদবাস্তুদের এক টুকরা কম্বল হতে।
আমি ছাতা হতে চাই,
কাঠফাটা রোদ্দুরে তরুনীর চর্মরক্ষক ছাতা নয়,
বৃষ্টিতে কয়েক বন্ধুর একই ছাতা ভাগাভাগি,
আমি সেই ছাতা হতে চাই।
আমি হতে চাই ভয়,
নারীদের চলার পথের ভয় না,
যা অন্যায়ের ক্ষয় করে সেই ভয় হতে চাই আমি।
আমি খাদ্য হতে চাই,
পাচতারকা হোটেলে ঘুষখোর অফিসারের চকচকে থালার খাদ্য নয়।
হতে চাই আমি,
অনাহারীর পলিথিনে মোড়ানো বাসি খাদ্য।
আমি বুলেট হতে চাই,
নিপীড়িত জনতার হৃদয় ছিদ্রকারী বুলেট নয়,
অত্যাচারী শাসকের হৃদয় ছিদ্রকারী বুলেট হতে চাই।
আমি ফাসির দড়ি হতে চাই,
ধর্ষিতার ফাসির দড়ি নয়,
ধর্ষকের ফাসির দড়ি হতে চাই।
আমি হতে চাই সুখ,
দুর্নীতির টাকায় কেনা সুখ নয়,
দিনমজুরের ঘরের এক টুকরো সুখ।