সম্প্রতি আমার এক বন্ধুর কাকার heart এ block ধরা পড়েছে। BIRDEM এ treatment করতে খরচ হয়েছে ৫ লাখ টাকা। এই বিপুল অংকের খরচ আমার মাথাব্যাথার কারণ না। হয়তো এর চিকিৎসা ব্যায়ই এমন খরচান্ত। যা আমাকে ভাবাচ্ছে তা হলো, ভর্তির শুরুতেই দিতে হয় ৫৫০০ টাকা এবং আগে জানতে চাওয়া হয়, "৫৫০০ টাকা দিতে পারবেন তো?" এমনকি মরনাপন্ন রোগীও এই প্রশ্নের বাইরে নয়। ভেবে দেখুন, একজন মানুষ মৃত্যুশয্যায় কিন্তু হয়তো মাত্র ৫৫০০ টাকার জন্য হয়তো তার চিকিৎসাই শুরুই হবেনা।
এখানে একটা কথা বলে রাখা ভালো, আমার এই লেখার উদ্দেশ্য BIRDEM বা কোনো specific হাসপাতাল কে target করা না। বারডেম এখানে একটা উদাহরন মাত্র। কারণ, আমাদের দেশে এরকম ঘটনা সব হাসপাতালেই অহরহ ঘটছে---
আমার চোখের ডাক্তার বাংলাদেশে ফ্যাকো সার্জারীতে একজন বিশিষ্টজন। উনার consultaton fees-ই ৬০০ টাকা (এটা গত বছরের ফিস, উনার ফিস প্রতি বছরই বাড়ে)। একবার দেখানোর পরে আবার দেখানো লাগলে সেটা প্রথম দেখানোর ১মাসের মধ্যে না হলে আবার ৬০০ টাকা। আর ১ মাসের মধ্যে হলে অর্ধেক ফিস মানে ৩০০ টাকা। টাকা প্রথমেই pay করে পরে সিরিয়াল নিতে হয়। ঠিক যেমন অনেক fast food shop এ প্রথমে খাবার এর টাকা pay করে token নিতে হয়। আমি উনার chamber এ দেখেছি গরীব মানুষ, টাকা নাই তাই সে ডাক্তারসাহেবের কাছে চোখ দেখাতে পারছে না। অনেক অনুনয় বিনয়ের পরও ক্যাশিয়ার তাকে ভিতরেই ঢুকতে দিচ্ছে না। বলছে টাকা নিয়ে আরেকদিন আসতে। দেখুন অবস্হা! ডাক্তারসাহেবের কাছে অনুরোধ করলে উনি ফেলতে পারবেন না তাই হয়তো এসব অনাকাংখিতদের ঠেকানোর গার্ড বাহিনী(!) উনি রুমের বাইরেই প্রস্তুত করে রেখেছেন।
আরেকটি ঘটনা বলি, একজনের মেয়ের পেটে ওভারিয়ান সিস্ট হয়েছে। অপারেশন করতে হবে আজ-কালের মধ্যে। কিন্তু সরকারী হাসপাতাল বলে অপারেশনের সিরিয়াল আসতে আরো একমাস বাকী। উপায় কি? দেখা গেলো, ঐ ডাক্তারের ক্লিনিক এ করালে আগে করানো সম্ভব। অথচ ডাক্তারতো সেই একি মানুষ!
আমি আমার নিজে চোখে দেখা ঘটনার মধ্যে দুইটি ঘটনা বললা্ম। আপনারা হয়তো আরো অনেক ঘটনা জানেন।
আমাদের দেশে, সরকারী হিসাব মতে ৫০০০ জন রোগীর জন্য ১ জন মাত্র ডাক্তার এবং বেসরকারী হিসাব মতে ১৩,০০০ জন রোগীর জন্য ১ জন মাত্র ডাক্তার।
আপনার মতে, আমাদের চিকিৎসা ব্যবস্হার এমন অবস্হার কারন কি?
১। পর্যাপ্ত চিকিৎসকের অভাব?
২। সুষ্ঠু চিকিৎসা নীতির অভাব?
৩। চিকিৎসকদের কর্তব্যপরায়নতার অভাব?