এখানে লিখার ইচ্ছে ছিল অনেক দিনের...কিন্তু আজি যে হুট করে খুলে ফেলবো একটা একাউন্ট তা ভাবিনি। কিন্তু কি লিখি আমার প্রথম ব্লগে? মনে আসছে না যে কিছুই...
আমি তখন খুবি ছোট, সবে লিখতে পড়তে শিখেছি। তখন একবার কাব্যচর্চার ব্যর্থ প্রচেষ্টা করেছিলাম। সেই আমার কাব্যপ্রতিভার সূচনা ও সমাপ্তি
কবিতাটা ছিল এমন...
"আমি ফুল, আমি ফুলের সুবাস
আমি পাখি, আমি পাখির ডানা
আমি গাড়ি, আমি গাড়ির চাকা"
সেই কবিতা দিয়েই আমার যাযাবর দিনরাতের সূচনা হয়েছিল কিনা বুঝতে পারছি না
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ২:১১