সরকার বেশ কয়েকটি হাসপাতালকে ‘কোভিড-১৯ ডেডিকেটেড’ হাসপাতাল ঘোষণা করেছে এবং চিকিৎসার খরচ সরকার বহন করবে। কোভিড-১৯ রোগীদের কাছ থেকে অর্থ নেওয়ার সুযোগ নেই, কেননা এই বিল সরকার মেটাবে।
রাজধানীতে ১৩টি সরকারি বেসরকারি হাসপাতাল কোভিড-১৯ চিকিৎসা দিচ্ছে। সম্প্রতি সাইফুর রহমান নামে এক ব্যক্তি করোনা চিকিৎসার জন্য রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন। সেখানে ভর্তি হওয়ার পর থেকে মঙ্গলবার পর্যন্ত তার রক্তের দুটি পরীক্ষা করেছে, তিনটি এক্সরে করেছে। আর হাসপাতাল থেকে শুধু নাপা ট্যাবলেট সরবরাহ করেছে। তার কোনো অক্সিজেন লাগে নাই, বা কোনো অপারেশনও লাগে নাই তারপরেও আনোয়ার খান মডার্ন হাসপাতাল কর্তৃপক্ষ সাইফুর রহমানের চিকিৎসা বাবদ ২ জুন পর্যন্ত চিকিৎসকের বিল ১৮ হাজার ৭০০ টাকা, হাসপাতাল বিল ১ লাখ ১৪ হাজার ৫৭০ টাকা, পরীক্ষার বিল ১৯ হাজার ৪৭৫ টাকা, ওষুধের বিল ৫ হাজার টাকা। ১২ হাজার ৯০৩ টাকা সার্ভিস চার্জও এর সঙ্গে যোগ হয়েছে। এবং এই উচ্চমাত্রার চিকিৎসা বিলের জন্য সুস্থ্য হয়ে হাসপাতাল ছাড়ার চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার পরেও হাসপাতাল কতৃপক্ষ তাকে আটকিয়ে রাখে বিল পরিশোধের জন্য।
এ নিয়ে সংবাদ পরিবেশনের পর আজ চিকিৎসার বিল হিসেবে দেড় লাখ টাকা আদায় করার একদিন পর ৩৪ হাজার টাকা রেখে বাকিটা ফেরত দিয়েছে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল কর্তৃপক্ষ। ৩৪হাজার টাকা বিভিন্ন বিলের অজুহাত দিয়ে কেটে রেখেছে কতৃপক্ষ।
চিকিৎসার খরচ সরকার বহন করবে জেনেই সেখানে ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি কোম্পানির কর্মী সাইফুর।
আমার ব্যাক্তিগতভাবে চিকিৎসার খরচ সরকার বহন করছে জানা ছিলোনা, এই ঘটনায় জানলাম।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২০ রাত ৯:৪০