আজ মা দিবস। অনেকেই তাদের মা কে ভালবাসা জানিয়েছে, জানাচ্ছে, জানাবে। এ দিনেঅনেক সন্তান নতুন করে তার মাকে ভালবাসে। ভালবাসার বন্ধন হয় প্রগাঢ় থেকে প্রগাঢ়তর। এটা সন্তানের পরিপ্রেক্ষিতে বলা কারণ বছরের সবদিনই মা তার সন্তানকে ততবেশীই ভালবাসে যা আজকেও বাসবে, তবে আজ সন্তানের তরফ থেকে পাওয়া এই বাড়তি ভালবাসা মা কে দেবে অফুরান আনন্দ।
অফিসে যখন আসি, তার আগেই শুনি আমার গিন্নী তার মা কে ফোন করে ভালবাসা জানিয়েছে। অফিসে আসার সময় আমার ৪ বছর বয়সী একমাত্র কন্যা ঘুমাচ্ছিল। আদর করে আসতে পারিনি। অফিসে এসে কিছুক্ষণ পরে তাকে ফোন দিলাম (ওর মায়ের ফোনে)। মায়ের হাত থেকে ফোন পেয়েই বলে উঠল, "ব্যাটা, তুমি কেমন আছ?" বললাম, "ভাল আছি মা, মা দিবসের ভালবাসা তোমার জন্য"। সে হয়ত আমার কথা বুঝলনা, তবে হেসে উঠল। আমার মনের শূণ্যতা কিছুটা হলেও তো পূর্ণ হল!
আমার নিজের মা আজ অনেকদিন হয় আমাকে একা রেখে দুনিয়া ছেড়ে গেছেন। আজ ৪ বৎসর যাবৎ মা এর সেই আসনটা জুড়ে আমার মেয়ে রয়েছে।
মা, তুমি ভাল থেকো, অনেক ভাল। তোমাকে জানাই অনেক ভালবাসা।