ইন্টারনেটের জন্য কোন মডেম কেনা যায় তার ওপর একটা পোস্ট দিয়েছিলাম। অনেকেই এ ব্যাপারে তথ্য-পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। সবাইকে ধন্যবাদ।
শেষ পর্যন্ত নকিয়া ২৭০০ ক্ল্যাসিক মডেমটা কিনলাম। বেশ ভালোই কাজ দিচ্ছে, যদিও গ্রামীণের পারফরম্যান্সে সন্তুষ্ট না। পারফরম্যান্স বেশ উঠানামা করে।
যা হোক, মডেম ব্যবহার করছি ঠিকই, কিন্তু কিছু বিষয় বুঝতে পারছি না। সাহায্যের জন্য আবারও ব্লগারদের দ্বারস্থ হলাম।
১. শুনেছি মোবাইল ফোনকে মডেম হিসেবে ব্যবহার করলে ব্যাটারির আয়ু নাকি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এটা কি সত্যি?
২. অনেকে বলেন এতে ব্যাটারি খুব দ্রুত গরম হয়। এটাও কি সত্যি?
৩. এটা দেখা গেছে, মডেম হিসেবে ব্যবহার করলে চার্জ দ্রুত শেষ হয়। এ ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা কী? মডেম ব্যবহার করা অবস্থায় মোবাইল সেট যদি চার্জে রাখি, তাহলে কি কোনো সমস্যা আছে?
৪. অনেকের লেখায়ই দেখি তারা বলেন- গ্রামীণফোন ব্যবহার করে ১৫-২০ কিবা স্পিড পাচ্ছেন? এটা কীভাবে মাপা যায়? আমি তো এমন কোনো অপশন দেখি না যার মাধ্যমে কখন কী স্পিড পাওয়া যাচ্ছে তা মাপা যায়। উল্লেখ্য, উইন্ডোজে পিসি স্যুইট ব্যবহার করি আর উবুন্টুতে আলাদা কিছু ব্যবহার করতে হয় না। অবশ্য কোনোকিছু ডাউনলোড করলে স্পিড দেখা যায়।
৫. কানেকশনের জন্য কোন ব্রাউজারের অপশনটি বেছে নেওয়া ভালো। ব্রাউজারে তো দেখি বেশ কিছু অপশন থাকে। যেমন ১- No Proxy
২- Auto detect proxy settings ৩- Use system proxy settings এবং ৪- Manual proxy configuration।
তৃতীয় অপশনটি শুধু উবুন্টুতেই দেখা যায়। এখানে চতুর্থটি করা সম্ভব হবে না কারণ কোনো প্রক্সি নম্বর তো আর দেওয়া হয় নি। সেক্ষেত্রে প্রথম দুটির মধ্যে কোনটি সিলেক্ট করা থাকলে বেশি স্পিড পাওয়া যাবে?
৬. এমন কি কোনো উপায় আছে যার দ্বারা বেশি স্পিড পাওয়া যাবে?
যারা বিষয়গুলো সম্পর্কে জানেন, তাদের প্রতি অনুরোধ রইলো বিস্তারিত জানানোর জন্য। আর হ্যাঁ, জানানোর জন্য অগ্রিম ধন্যবাদ।