গ্রুপ ব্লগ কি কাহারো উপকারে আসিয়াছে?
সামহোয়্যার ইন ব্লগের একটি অপশন রহিয়াছে যাহাকে গ্রুপ ব্লগ বলা হইয়া থাকে। শুরুতে যখন গ্রুপ ব্লগ অপশনটি চালু করা হইয়াছিল, তখন ধারণা করা হইয়াছিল নির্দিষ্ট কোনো ইস্যু বা বিভাগে ব্লগাররা নিজেদের স্বাভাবিক লেখার পাশাপাশি গ্রুপের উপযোগী নির্দিষ্ট ধরনের লেখা লিখিবেন। শুরুর দিকে গ্রুপ ব্লগের একরকম জনপ্রিয়তাও গড়িয়া উঠিয়াছিল এবং সেই... বাকিটুকু পড়ুন