শেখ হাসিনার নতুন সরকারে দেখা যাবে না গতবারের মন্ত্রিসভায় থাকা অধিকাংশ মুখকে। রোববার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া বঙ্গবন্ধুকন্যার সরকারে ফিরে এসেছেন প্রবীণদের কয়েকজন।
নতুন সরকারে স্থান হয়নি গতবারের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের।
বাদ পড়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, আইনমন্ত্রী শফিক আহমেদ, বিমানমন্ত্রী ফারুক খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকও স্থান পাননি নতুন মন্ত্রিসভায়। থাকছেন না প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনও।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনেরও স্থান হয়নি নতুন সরকারে।
এছাড়াও বাদ পড়েছেন এ কে খন্দকার, দিলীপ বড়ুয়া, আব্দুল লতিফ বিশ্বাস, রেজাউল করিম হিরা, আহাদ আলী সরকার, মুন্নুজান সুফিয়ান, তাজুল ইসলাম, শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান, দীপঙ্কর তালুকদার, মুহাম্মদ, এনামুল হক, মজিবুর রহমান ফকির।
গত সরকারের মাঝপথে মন্ত্রী হিসেবে শপথ নেয়া ওবায়দুল কাদের, মুজিবুল হক নতুন সরকারে থাকলেও স্থান হয়নি সুরঞ্জিত সেনগুপ্ত, এ এইচ মাহমুদ আলী ও মোস্তফা ফারুক মোহাম্মদের।