আওয়ামীলিগ তথা সেখ হাসিনা কথায় কথায় গনতন্ত্রমুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বা দেশপ্রেমের কথা বলেন।
কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচনে জনগনের সকল মতামতকে উপেক্ষা করেঃ
১ সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করে।
২ একতরফা বিরোধী দল বিহীন প্রহশনের নির্বাচন করে।
৩ জনতার ভোটাধিকার কেড়ে নিয়ে।
৪ গোটা জাতিকে জিম্মি ও হতাশ করে সরকার গঠনের যে স্পর্ধা দেখিয়েছেন তা গনতান্ত্রিক রাস্ট্রে বিরল ঘটনা।
নির্বাহী ক্ষমতার অপব্যাবহার করে প্রশাসনের সকল কর্মকর্তা কে জিম্মি করে আবার ও নির্লজ্জ ভাবে রাস্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।
সংবিধান বলা হয়েছে জনগন সকল ক্ষমতা উৎস ।
কিন্তু জনগনের অংশগ্রহন ব্যাতীত হাসিনা গনতন্ত্র ও সংবিধান রক্ষার দোহাই দিয়া অবৈধ ভাবে রাস্ট্র ক্ষমতা দখল করে-- জনগন এবং গনতান্ত্রিক প্রক্রিয়াকে বলৎকার করিল।
শুধু তাই নয় রাস্ট্র যন্ত্রের প্রতি জনগনের আস্থা ও বিশ্বাস চিরতরে পঙ্গু করে দিল।
এখন থেকে জনগনঃ---
দশম জাতীয় সংসদ কে আওয়ামী গনতন্ত্র ।
আওয়ামি দেশপ্রেম ।
আওয়ামি মুক্তিযুদ্ধের চেতনা হিসাবে বিবেচনা করবে ।