৪ জানুয়ারি (রেডিও তেহরান): বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একতরফা তামাশার নির্বাচন করে বিকৃত রচনার নায়ক হতে চান। তিনি বলেছেন, “একতরফার নির্বাচন করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়ে ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের স্বপ্ন দেখানো সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই না।” আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবে গণঅনশন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
বিকল্পধারার প্রধান প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “আপনি একদিকে একতরফা নির্বাচন করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন, দেশের অর্থনৈতিক অবস্থার বারোটা বাজাবেন আবার অন্যদিকে দেশের মানুষকে উন্নত বিশ্বের স্বপ্ন দেখাবেন-এটা জনগণের সঙ্গে চিটিং করা। এর মাধ্যমে আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন।” তিনি বলেন, “তামাশার নির্বাচন করার জন্য গিনেসবুকে প্রধানমন্ত্রীর নাম লেখা থাকবে।”
ডা. বি চৌধুরী বলেন, “সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে দেশে আজ সংকট তৈরি হয়েছে। দেশের এই অবস্থায় গামের্ন্টস শিল্পের ৪০ শতাংশ অর্ডার ভারতে চলে গেছে। এভাবে চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে।” তিনি আরো বলেন, “একতরফার নির্বাচন করে আরো পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন জনগণ পূরণ হতে দেবে না।”
আগামীকালের নির্বাচনকে তামাশার নির্বাচন আখ্যায়িত করে তিনি বলেন, “যে নির্বাচনে ১৫৩ আসনের ভোটারদের অধিকার কেড়ে নেয়া হয়েছে তা শতাব্দির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”#