ঝড়ো বাতাসের সাথে ঝরে পড়া
বড় বড় বৃষ্টির ফোঁটা তুমি
গায়ে পড়ে একটু ব্যাথা লাগলেও
শিহরণটা যে খুব বেশী ।
অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে
পাহাড়ে উঠার আনন্দ তুমি
খুব কষ্ট হলেও
বিজয়ীর উচ্ছাসের কাছে তা কিছুই না ।
তুমি সুদূরের সেই বর্ণিল,
স্বপ্নিল প্রিয় আকাশ
কাছে যেতে, ছুঁতে না পারলেও
তোমাকে দেখার আনন্দ এতটুকু কম নয় ।
প্রচন্ড গরমে তৃষ্ণার্ত সময়
তুমি এক গ্লাস কুসুম গরম জল
হোক গরম, তবু তা না পেলে
বেঁচে থাকাই তো হতোনা আমার!
আরো একটি দিন শেষে
গোধুলি বেলার বিরহ তুমি
সে বিরহী অপেক্ষা তোমার তরে
দিনের সমাপ্তিতেই যে কাছে পাবো তোমায়!
এইটা আমি ইচ্ছে করে লেখসিনা


