রিয়েলিটি
আরেকটু জোরে হাঁটতে গিয়ে থেমে যায় রেশমা। জুতাটা ছিড়ে গেল না তো! ঠিক আছে দেখে আশ্বস্ত হয়ে স্বাভাবিক গতিতেই হাঁটতে শুরু করে। আবার বড় মামার ফোন। চাপা কন্ঠে অগ্নি ঝড়ে পড়ে তার
- কিরে ওরা কি তোর জন্য অনন্তকাল বসে থাকবে? ফাজিল মেয়ে!
- মামা, এই তো আসছি, রিক্সা পাইনি খুঁজে ( মিথ্যা বলে রেশমা)
রিক্সা পেয়েছিল সে, কালকের টিউশনিতে যাবার বাস ভাড়া খরচ করার সাহস তার হয়নি। তাছাড়া এমন দেরিও সে করেনি যার জন্য এমন করে বকা দিতে হবে। অবশ্য তার গা সওয়া হয়ে গেছে এই ধরনের কথাগুলো। শুধু তার নয়, তার মা সহ দুই বোনেরও।
দুই বছর আগে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা মারা যান, অনেক কষ্টের টাকায় কেনা গাজীপুরের এক চিলতে জমিটুকু বন্ধুর প্রতারনায় হাতছাড়া হবার কষ্টটা তার দুর্বল হার্ট সইতে পারেনি। তিন মেয়ে সহ স্ত্রীকে একদম কপর্দকশুন্য করে রেখে চলে গেলেন পরপারে। কোম্পানিতে চাকুরী করা লোকের কোন ভাতা বা কিছু ছিল না স্বাভাবিকভাবেই, এরপর রেশমাদের ঠাঁই হয় তার স্বচ্ছল বড় মামার বাড়িতে। রেশমার ভাগ্যটা এমন কেন কে জানে। তার বাবা বেঁচে থাকতে আর্থিক টানাপোড়ন থাকলেও একটি কটু কথা সে জীবনেও শোনেনি।তার ধারনা গল্প উপন্যাসেও এমন কথা লিখতে লেখকের কষ্ট হবে! যা সে এই দুই বছরে তার মামা মামীর কাছে শুনেছে। এইসব শুনে বাবাকে ভীষণ মনে পড়ে তার।
অনার্স ২য় বর্ষে থাকার সময় বাবার বিদায়, পরিবারের বড় সন্তান রেশমা এরপর থেকে কতভাবে যে উপার্জনের চেষ্টা করছে, তার ইয়াত্তা নেই। একটি এনজিও তে বেশ ভালো বেতনের জব মিলেছিল, সমাজকর্মের মেধাবী ছাত্রী সে, কাজও ভালো করছিল। বসের “নজর” তার জবটা ছেড়ে দেওয়াতে বাধ্য করল। মাকেও বলতে পারেনি কেন চাকুরীটা করতে পারলো না। দুঃখিনি মায়ের আরেকটু কষ্ট বাড়িয়ে কি লাভ।
এখন দৌড়াদৌড়ি করে তিনটি টিউশনি করে। আজ আগেই বের হতে পারত, নয় বছর বয়েসের ছাত্রীর মা বললেন বেতন দিবেন আজ, এই বলে আধাঘন্টা আরো পড়াতে বললেন। এর মাঝেই নাকি গৃহকর্তা এসে পড়বেন। টাকাটা অসম্ভব দরকার তার, চল্লিশ মিনিট অপেক্ষা করে খালি হাতেই ফিরতে হলো রেশমাকে। এই অপেক্ষাটা না করলে তাকে ঘার্মাক্ত, ক্লান্ত শরীর নিয়ে যেতে হতো না লোকগুলোর সামনে, বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে যেতে পারত।
প্রথম প্রথম তাদের সাথে দেখা করা ব্যপারটা উত্তেজিত করতো রেশমাকে। হয়তো দুই একবার মনের অজান্তে সুখস্বপ্নও দেখে ফেলতো জেগে জেগে। সেই দিনের পর সব অনুভুতি পানিতে মিশে গেছে।
ওরা তিনজন এসেছিলেন, মামা স্বম্পর্কের কেউ হবেন, আর্থিক ব্যপারে অনেক বেশি কথা জিজ্ঞাসা করছিলেন। মুখের আঁধার দেখেই বুঝা যাচ্ছিল তার মনঃপুত হচ্ছেনা কিছুই। শেষে বড় মামার এক কথায় রাগ হয়ে লোকটি সকল ভদ্রাতা ভুলে যা তা বলা শুরু করলেন,
- মেয়ের ঢঙ্গী ছবি পাঠিয়ে তো আমাদের ডাকলেন এখানে, এসে দেখি মেয়ের গায়ের রং ফর্সার দিকে তো দুরের কথা, এই মেয়েকে কালো ছাড়া কি বলবে! আর টাকা পয়সা বলতে তো কিছুই নেই, ভিখিরির মত আপনার পরিবারে থাকে! একটা ভাই থাকলে তবু কথা ছিল, তিনতিনটা বোন, জীবনে ছেলে সন্তান হবে কিনা এই মেয়ের কে জানে!
আরো এমন কিছু কথা শুনে রেশমা থরথর করে কাঁপতে থাকে। রেশমার বড় মামা ধরে রেষ্টুরেন্ট থেকে বের করে নিয়ে আসে তাকে।
এসব ভাবতে ভাবতে ক্লান্ত, বিষন্ন মেয়েটির চোখ ভিজে আসতে চায় অসম্ভব যন্ত্রনায়! নাহ, কান্না করা যাবে না, মামা বলেছিলেন কাজল চোখে দিতে, কাজল লেপ্টে গেলে আরো বকা খেতে হবে মামার কাছে। উড়নার কোন দিয়ে চোখের সাদা অংশে চেপে পানিটুকু মুছে ফেলে রেষ্টুরেন্টের সিড়ি টপকায় রেশমা স্বর্তপর্ণে পা ফেলে । জুতাটা বেশ পুরোনো যে………
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন