গতকাল বিকেলে ঘুরতে যেয়ে দুইবোন মিলে কিছু ছবি তুলেছিলাম। সেইগুলাই দিচ্ছি। ব্লগে দেখি কেউ না করেনা কিছু করতে তাই এই ফালতু ছবিগুলাও দিলাম। হে হে

বেশিরভাগ ফুলের নাম জানিনা, এইগুলার আদৌ কোন নাম আছে কিনা কে জানে! কেউ জানলে দয়া করে আমাকে অবগত করবেন। তবে চিন্তা করছি আমার ইচ্ছে মত একটা নাম দিব। মাইর দিবেন না প্লিজ।



১।বাসা থেকে বেরুতেই দেখি খালি প্লটে ঘোড়া! ঘোড়া ঘাস খাচ্ছে দেখতেই পাচ্ছেন!

২।বাসার সামনের সবজি বাগান। আজ সকালে এই শাক খাবো।

টমেটো ফুল।
পাশের ও আমাদের বাসার সামনের কিছু ফুল গাছ।
প্রথমেই বাগানবিলাস

কামিনী
তরুন (না তরুনী


পাথর ঠেলে গাছ ! প্রানের কি তাগিদ!

হাঁটতে হাঁটতে তোলা নাম না জানা ফুলসমুহ।
আনন্দী ফুল

শুভ্রতারা ফুল

মিনার/গম্বুজ ফুল

একটা অফিসের সামনে হলুদ ফুল, এটার নাম হয়তো অনেকেই জানে। আমি জানিনা

বেবি টমেটো

এইটার নাম দিলাম সুগন্ধা। এতো সুন্দর সুবাস! ইশ
শুধুই ঘাসফুল

ঝুমকো কাঠি ফুল!


কালো বেবি টমেটো!! হায়রে নাম!

বাসার ছাদের কোনায় চিল বসে আছে! কি সুন্দর আকাশ!

রাস্তা-------------আজব দেখাই তো যাচ্ছে রাস্তা! এইটা কোন ক্যাপশন হলো!


পুকুর বা ডোবা যাই হোক, অদ্ভুত সুন্দর লাগছিলো শেষ বিকেলে
আরেকটি দিনের সমাপ্তি

উৎসর্গঃ তামিম ইবনে আমান কে। তার এই সব বিষয়ের ছবি নিয়ে পোষ্ট আছে। সেখানে আমি বলেছিলাম আমারো এরকম ছবি আছে, তার উত্তরে সে বলছিলো পোষ্ট দিবেন। পুরাতন না দিয়ে নতুন করে তুলে দিলাম।
*ছবিগুলো সনি (কোয়ালিটি জানিনা
