সুখ পাবেনা তুমি!
কারন,
কাকডাকা ভোরে কাজে যাওয়ার সময়,
সকালে নাস্তা খেতে,
কাজের ফাঁকে,
অলস দুপুরে একাকী লাঞ্চ আওয়ারে,
বিকেলে কাজ থেকে ফেরার সময়,
চা খেতে,
গান শোনার সময়,
রিসার্চের কাজ করার সময়,
রাতের রান্না করার কালে,
সব কাজ শেষে নীরবে শুয়ে পড়ার পর,
যখন কিছুতেই ঘুম আসবে না,
জানি আমাকেই পড়বে মনে!
প্রতিটি মুহুর্তে!
প্রতিটি ক্ষণে!
এটুকু কি কম হলো প্রতিশোধ নেওয়া? নাহ!
খুব কষ্ট হয়?!
আচ্ছা, সব ক্ষমা করে দিলাম!
প্রার্থনা করি,
ভুলে যাও আমাকে, যনম যনম তরে।
বিছানায় শোয়ার সাথেই তোমার গভীর কালো চোখে,
নেমে আসুক শান্তির ঘুম।
ইশ, ছেলেটা কতদিন ঘুমায় না ঠিকমত!
কি মায়া, কি যে মায়া তার পরে!