প্রিয় ব্লগারবৃন্দ, বাংলাদেশের শিক্ষা ওয়েব সাইটের এক বছর পূর্তি হলো আজ। গত ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি “জ্ঞান হোক উন্মুক্ত, সবার জন্য” স্লোগানকে ধারণ করে ওয়েব সাইটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল । যাত্রার শুরুতে জানিয়েছিলাম - ওয়েব সাইটটিকে আমরা দেশের শিক্ষা-সম্পর্কিত যাবতীয় আলোচনার ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই। সে পথে কতোদূর অগ্রসর হতে পেরেছি সেই বিবেচনার ভার ওয়েব সাইটের পাঠকের; কিন্তু এটুকু বলাটা বোধহয় অত্যুক্তি হবে না যে- এই স্বল্প সময়ে আমরা প্রচুর পাঠক পেয়েছি। পেয়েছি একদল সাহসী ও বৈচিত্র্যময় লেখককে যারা প্রতিনিয়ত শিক্ষার নানা আঙ্গিকের ওপর লিখে চলেছেন। আর অবশ্যই একদল শুভানুধ্যায়ী সবসময় আমাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন- যাদের দ্বারা আমরা অনুপ্রাণিত হই বারংবার। আজকে এক বছর পূর্তিতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আশা করবো, গত এক বছর আপনারা যেভাবে আমাদের সাথে ছিলেন, আগামীতে তেমনই কিংবা তার চেয়েও বেশি অংশগ্রহণ থাকবে আপনাদের।
গত এক বছরে এ ওয়েব সাইটে সব মিলিয়ে ১০০টির-ও বেশি প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। সংখ্যা-বিচারে এটি হয়তো খুব বড় সংখ্যা নয়, কিন্তু গুণগত মান বিচারে প্রকাশিত প্রতিটি লেখাই নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ সময়ে আমরা আরও অনেক লেখা পেয়েছি কিন্তু লেখার গুরুত্ব ও মানের কথা বিবেচনা করে সব লেখা প্রকাশ করা হয় নি। আমরা সব সময়ই প্রকাশিত প্রতিটি লেখার ন্যূনতম মান বজায় রাখার চেষ্টা করেছি এবং আশা করছি, আগামীতেও এই ধারাটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রকাশিত লেখা এবং ওয়েব সাইটের নানা বিষয় নিয়ে আপনাদের যে কোনো পরামর্শ, মতামত কিংবা সমালোচনাকে আমরা স্বাগত জানাবো- কারণ আপনাদের কাছ থেকে আসা মতামতই ওয়েব সাইটের মানবৃদ্ধিতে মূল ভূমিকা পালন করবে।
প্রিয় পাঠক, ডান পাশের কলামে ‘বিভাগ অংশে থেকে আপনারা দেখতে পাচ্ছেন- শিক্ষার নানা দিক নিয়ে এ ওয়েব সাইটে লেখালেখি হয়েছে। দেশের সার্বিক শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে শিক্ষার মূল্যায়ন, প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা, গবেষণা, পরীক্ষা পদ্ধতি, বিদেশ শিক্ষা বা উচ্চশিক্ষা, ভর্তি পদ্ধতি, অর্থায়ন ইত্যাদি নানা বিভাগে লেখাগুলো প্রকাশিত হয়েছে। অনেক লেখাতে পাঠকরা মন্তব্য করেছেন, নানা কিছু জানতে চেয়েছেন এবং নিজেদের মতামত তুলে ধরেছেন। আমরা আশা করি, আগামীতে লেখক-পাঠকের এই মিথস্ক্রিয়া আরো বেগবান হবে।
ওয়েব সাইটটির প্রকাশের তারিখ হিসেবে আমরা উদ্দেশ্যমূলকভাবেই ২১ ফেব্রুয়ারিকেই নির্বাচন করেছিলাম গত বছর, কারণটি আপনারা সবাই জানেন। ১৯৫২ সালের এই দিনে আমরা ভাষার দাবিতে লড়াই করেছিলাম। বর্তমান প্রজন্ম সেই লড়াইয়ে সরাসরি শামিল হতে পারে নি; কিন্তু লড়াইয়ের বীজ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়েছে। আমরা মনে করি, পৃথিবীর সব ভাষার মান সমুন্নত রাখতে হবে, যে মানুষ যে ভাষায় কথা বলতে চায় তাকে সেই ভাষায় কথা বলতে দিতে হবে- মায়ের ভাষায় কথা বলার যে জন্মগত অধিকার- সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। ঠিক একইভাবে আমরা বিশ্বাস করি, ব্যক্তিমানুষ মাতৃভাষায় জ্ঞান অর্জন করতে চায়- তাকে সেই ভাষায় জ্ঞানার্জনের যথাযথ সুযোগ দিতে হবে। জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ সব ভাষায় সমানভাবে বিদ্যমান নয়; সেই প্রতিবন্ধকতা দূর করতে হবে। পাশাপাশি জ্ঞানচর্চাকে আমরা উন্মুক্ত হিসেবেই দেখতে চাই- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কুক্ষিগত সম্পদ হিসেবে নয়। এই বিশ্বাস এবং উপলব্ধিগুলোকে ধারণ করে ওয়েব সাইটটির কর্মকাণ্ড শুরু হয়েছিল যেখানে বাংলাভাষী মানুষ ‘শিক্ষা’ নিয়ে নিজের মতামত, বিশ্বাস, অভিমত ইত্যাদি নিজ ভাষায় ব্যক্ত করতে পারবেন। বলতে দ্বিধা নেই, যখন এই ওয়েব সাইটটির যাত্রা শুরু হয়েছিল, তখন এটিই ছিল বাংলা ভাষায় এ ধরনের প্রথম ওয়েব সাইট। পরবর্তী সময়ে বাংলা ভাষায় এ ধরনের আরো কিছু ওয়েব সাইট চালু হয়েছে। আমরা তাদের সবাইকে স্বাগত জানাই। এ ধরনের যতো বেশি ওয়েব সাইট চালু হবে, মানুষের আলোচনার মিথস্ক্রিয়ার জায়গাগুলোও ততো বাড়বে।
আজ এক বছর পূর্তি উপলক্ষ্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানানোর প্রয়াসেই এই লেখা। আশা করছি, আপনারা ওয়েব সাইটের লেখাগুলো নিয়মিত পড়বেন, প্রতিটি লেখায় আপনার মতামত জানাবেন। পাশাপাশি বাংলাদেশের শিক্ষার যে কোনো দিক নিয়ে আপনার চিন্তা এবং অভিমত পাঠাবেন, যাতে আমরা তা সারা বিশ্বের বাংলাভাষী পাঠকদের মাঝে ছড়িয়ে দিতে পারি।
সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৯