অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ ২১ ফেব্রুয়ারি ২০১১, জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘বাংলাদেশের শিক্ষা’ নামক বাংলা ভাষায় শিক্ষাবিষয়ক এই সাইটটি পুরোপুরি চালু হয়েছে। বছরখানেকেরও বেশি সময় ধরে পরীক্ষামূলকভাবে চালু থাকা এই সাইটটি আজ থেকে পুরোপুরি চালু হওয়ার পেছনে যাদের অবদান রয়েছে আমরা তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানচ্ছি। বিশেষ করে এই সময়কালে যে সমস্ত পাঠক সাইটটি খুঁজে বের করে বিভিন্ন লেখা পড়েছেন, সেগুলোর ওপর আলোচনা করেছেন এবং আমাদেরকে সাইট সম্পর্কে মতামত জানিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। একটি পরীক্ষামূলক সাইটে লেখা পাঠানো যে প্রকৃতপক্ষে সেই লেখার কোনো ধরনের প্রচার না পাওয়া- এই সত্যটি জেনেও যে সমস্ত লেখক আমাদের কাছে লেখা পাঠিয়েছেন, আমরা তাঁদের প্রতিও কৃতজ্ঞ।
এই সাইটের স্লোগান ঠিক করা হয়েছে: জ্ঞান হোক উন্মুক্ত, সবার জন্য। আমরা চাই জ্ঞান কখনো কারো কাছে কুক্ষিগত না থাকুক। যে জ্ঞান মানুষ অর্জন করেছে, সেই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দেওয়াই হোক জ্ঞান অর্জনের অন্যতম উদ্দেশ্য। জ্ঞান তখনই কাজে লাগবে যখন তা সবার মাঝে ছড়িয়ে দেয়া যাবে। জ্ঞান তখনই শক্তি হিসেবে দেখা দিবে যখন তা সবাই ব্যবহার করতে পারবে। ঠিক এই বিশ্বাস ও প্রত্যয় থেকে আমরা এই সাইটের কাজ শুরু করেছিলাম। সুতরাং, এই সাইটে যা কিছু প্রকাশিত হবে, তা হবে সবার জন্য উন্মুক্ত। শিক্ষা ও বাংলাদেশের শিক্ষা বিষয়ে যে কেউ এখানে লিখতে পারবেন। অবাণিজ্যিক উদ্দেশ্যে জ্ঞানার্জনের কাজে যে কেউ এই সাইটের লেখা ব্যবহার করতে পারবেন। এ সম্পর্কিত বিস্তারিত দেখুন এখানে , এখানে ও এখানে ।
এই সাইটটি মূলত বাংলাদেশের শিক্ষা বিষয়ে। বাংলাদেশের শিক্ষার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যা কিছু সম্পর্কিত, সেই বিষয়গুলো নিয়ে লেখা প্রকাশ হবে এখানে। আজকে এই দিনে, আমরা সবাইকে আহ্বান জানাই, বাংলাদেশের শিক্ষা-সম্পর্কিত আলোচনা-সমালোচনা-পর্যালোচনা-বিতর্কের ঝড় উঠুক এখানে। প্রত্যেকের মধ্যেই দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন আছে, আছে নানা মতামত বা বক্তব্য। কেউ সরাসরি এই শিক্ষা সেক্টরে কাজ করে সেই অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখতে পারেন, কেউ পারিপার্শ্বিক অবস্থা দেখে মন্তব্য করতে পারেন আবার কেউ বা ছোটবেলায় নিজ শিক্ষার স্মৃতি মনে করে মতামত ব্যক্ত করতে পারেন। আমাদের কাছে সবার বক্তব্যই গুরুত্বপূর্ণ। শিক্ষা এমন কোনো বিষয় নয় যে শুধু এর সাথে সম্পর্কিত ব্যক্তি বা বিশেষজ্ঞরাই এ নিয়ে কথা বলতে পারবেন। একটি দেশের শিক্ষা কেমন হওয়া উচিত, কীভাবে চললে শিক্ষাব্যবস্থার আরো উন্নতি হবে ইত্যাদি নানা বিষয়ে প্রত্যেকের নিজস্ব চিন্তা বা অভিমত রয়েছে। এই সাইটে সব ধরনের মানুষের সব ধরনের মতামত প্রকাশের ব্যবস্থা থাকবে। বাংলাদেশের শিক্ষা নিয়ে পাঠকের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হোক এই সাইটে- এটা আমাদের কামনা।
আজকের এই সাইট চালু হওয়ার মুহূর্তে আমরা তাই সবাইকে আহ্বান জানাই শিক্ষা বিষয়ে লেখা পাঠানোর জন্য। আপনার বক্তব্য, আপনার মতামত, আপনার লেখা, আপনার পরামর্শ, আপনার চিন্তাভাবনা ছড়িয়ে যাক সারা বিশ্বের মানুষের কাছে। কে জানে, আপনার আজকের বক্তব্যই হয়তো আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিতে পারে।
উল্লেখ্য, আমরা এই সাইটে কোনো প্রকার ভর্তি, টিউশনি, টিউটোরিয়াল সম্পর্কিত লেখা বা কনটেন্ট না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এ ধরনের সাইট প্রচুর রয়েছে। বাংলাদেশের শিক্ষা বিষয়ক এই সাইটটি বাণিজ্যিক কোনো কর্মকাণ্ডে জড়িত হবে না বা এর কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। আমরা চাই বাংলাদেশে শিক্ষা নিয়ে সিরিয়াস আলোচনার ক্ষেত্র হয়ে উঠুক এই সাইটটি।
এই মুহূর্তে সাইটে খুব কম লেখা আছে। বেশ কিছু লেখা আমাদের কাছে ইতোমধ্যে জমা হয়েছে। আমরা আস্তে আস্তে লেখাগুলো প্রকাশ করবো। একসাথে অধিক লেখা নয়, গুণগত মানসম্পন্ন লেখা যাতে প্রকাশিত হয়, সেদিকে আমরা বেশি করে নজর দিতে চাই। সেজন্য প্রতিটি লেখায় আপনাদের মন্তব্য কাম্য।
সবাইকে ওয়েব সাইটটি দেখার জন্য বিনীত অনুরোধ জানাই। অনুরোধ জানাই সাইটটি দেখে মতামত প্রদানের জন্য, পরামর্শ দেওয়ার জন্য এবং বিশেষ অনুরোধ থাকবে শিক্ষাবিষয়ক লেখা পাঠানোর জন্য। লেখা পাঠানোর বিস্তারিত নিয়মাবলী পাওয়া যাবে এখানে । আপনাদের মতামত ও লেখায় সমৃদ্ধ হয়ে উঠুক এই সাইটটি।
সাইটে এখনো আমরা বেশ কিছু ফিচার যোগ করতে পারি নি। আগামী কিছুদিনের মধ্যেই পরীক্ষামূলকভাবে থাকা ফিচারগুলো সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। পাশাপাশি এই সাইটটিকে আপনি কীভাবে দেখতে চান, কী ধরনের ফিচার চান- তা যদি আমাদের জানান তাহলে আমরা সে অনুযায়ী বিভিন্ন ফিচার যোগ করতে চেষ্টা করবো। যারা সময় স্বল্পতা বা নানা কারণে সাইটি প্রতিনিয়ত ভিজিট করতে পারবেন না, তারা যদি সাইটের ইমেইলের মাধ্যমে এই ওয়েব সাইটটির গ্রাহক হয়ে যান, তাহলে নতুন লেখা বা ফিচার প্রকাশের সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।
আমরা বিশ্বাস করি লেখক আর পাঠকই সব। সাইটের দায়িত্ব তাদের মধ্যে যোগসূত্র তৈরি করা। সেই বিশ্বাস থেকে আমরা এই সাইটে কোনো প্রকার মডারেশন রাখতে চাই না। পাঠক যে সমস্ত মন্তব্য করবেন সেগুলো সরাসরি প্রকাশিত হবে। কোনো মন্তব্য বা বক্তব্য সাইটের সাথে সম্পর্কযুক্ত না হলেই কেবল তা পরবর্তীতে সরিয়ে ফেলা হবে।
সাইটটি ভিজিট করার আপনাদের আবারো অনুরোধ ও ধন্যবাদ জানাই।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:১০