কি বিচিত্র প্রশ্ন!!!
এই ছবিটির মূল্য অনেক। একজন নৃতত্ত্ববিদ কিংবা সামাজিক ভাষার ব্যবহার এবং ভাষার মিনিং সাজেশনের নানাবিধ মাল-মসল্লা এই পোস্টারটিতে আছে। কিন্তু কি আছে? এই প্রশ্ন একাডেমি করে না। করে না, কারণ এইভাষার পর্দা ছাড়ালে ইজ্জতের যে সৌধ গড়ে তোলা হয়েছে, সেটা বেইজ্জতি হবে। ফলে, ভাষার ব্যাপারে প্রশ্ন নেই। ভাষার কোনো সংশোধন... বাকিটুকু পড়ুন
