গভীর রাত।জোৎসনা মাখা।ভীষন নিস্তব্ধ চারিদিক।মাঝে মাঝে ডানা ঝাপ্টাচ্ছে গাছের ডালে বসে থাকা পাখিরা।গম্ভীর স্বরে ডেকে উঠছে কোন একটা নাম না জানা রাতজাগা পাখি।ছিড়ে দিচ্ছে নিরবতার জাল।একাকী বসে আছি।কি যেন ভাবছি।কিন্তু ভাবনাটাযে কি নিয়ে ঠিক বুঝতে পারছিনা।শুধু একটা ভাবনা।দেখছি চাঁদটাকে।মায়াবী ঘোর লাগা
একটা অনুভুতি।
অনেক দিন পর আজ আবার উড়তে ইচ্ছে করছে।আজ উড়ব অনেক্ষন আকাশে।উড়ব চাঁদটাকে ঘিরে।অনেক উপরে উঠে ডানা দুটো গুটিয়ে নেব।বাতাস কেটে নামতে থাকব নিচে অনেক নিচে।নাহ মাটি স্পর্শ করবে না আমাকে।মেলে ধরব ডানা।উড়ে বেড়াব আরো।সঙ্গ দেব একেলা চাঁদটিরে।
আজ রাতটুকু চাঁদের সাথেই কাটাব।জোৎসনা মাখাব শরীরে।জোৎসনায় ধুয়ে নেব হৃদয়টা।ঝরে পড়া রুপালি জোৎসনারা ধুয়ে দেবে আমায়।
মৃদু একটা বাতাস কাপিয়ে দিয়ে গেল গাছের পাতাগুলো।চঞ্চল করে দিল আমাকে।বসে থেকে আর সময় নষ্ট করতে ইচ্ছে করছে না।
ঘুমিয়ে পড়েছে সবাই।উঠে দাড়ালাম আমি।সরে এলাম ছাদের একপাশে।মেলে ধরলাম দেহের সাথে লুকিয়ে রাখা সোনালী রংয়ের ডানাদুটো।বাতাসে ভর করে ভাসালাম আমায়।
চাঁদের দিকে তাকিয়ে থাকা তুমি হয়ত আমাকেও দেখে ফেলবে কোন এক সময়।হয়ত ভাববে একটা রাতজাগা পাখি।নাকি চিনে ফেলবে আমায়?
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪৯