শিরোনামহীন
তুমিই ছিলে সখি আমার
আমি ছিলাম সখা,
মেঠো পথে হাতটি ধরলে
দিতে তুমি বকা।
বকা খাওয়ার ভয়ে আমি
সদাই দুরে সরে থাকি,
চাপার জোরে চলেছো তুমি
ছিল শাদী মোবারক বাকী।
কয়দিন পর শুনতে পেলাম
বিয়ের তারিখ পাকা,
এই খবরটি শুনিয়ে ছিলো
পশ্চিম পাড়ার কাকা।
শিউলি ঝরা ভোরের বেলা
গিয়েছিলাম তোমার বাড়ি,
সরাসরি পিছন ফিরে
লাগায়েছিলে আড়ি।
হতাশ হয়ে ফিরে এসেছিলাম
পা হয়েছিলো ভারি,
অনবরত ধারায় ঝরছিলো
চোখের নোনতা... বাকিটুকু পড়ুন