অন্তর তাই বিষাদের ভারে কাঁদে
কতকাল ধরে কবিতার ঘাটে মরচে রঙা শেওলার বসতি
থেমে আছে তাই জীবনের সকল লেনাদেনা-
কতকাল ধরে কবিতার মাঠে ফলেনি সোনালী ধান
গান গেয়ে আর কাটেনি ফসল চাষা
কতোকাল ধরে কবিতার রাজ্যে ফোটেনি কোন ফুল
ভন্ডুল হয়ে গ্যাছে কবিতার কারখানা
কতকাল ধরে কবিতার রাখাল সাধেনি তার সুর
ভঙ্গুর হয়ে গ্যাছে তার সব অনুভূতি
কতকাল ধরে কবিতার হাটে গ্রাহক আসেনি ম্যালা
হেলাফেলা করে কেটেছে অনেক কাল
সময় এসেছে সরাতে হবে কবিতার জণ্জাল.................
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০০৯ রাত ২:২৮