তিনি বলতেন, ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো.../ ভালো থেকো চিল আকাশের নীল ভালো থেকো...
তিনি আমার জানা আমার দেশের সবচে' জ্ঞানী একজন মানুষ। তিনি হুমায়ুন আজাদ। তাকে ফেব্রুয়ারিতে জামাতেসলামির ইশারায় জেএমবির ধর্মান্ধরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে। তারপর ঘাতকপাল ১১ আগষ্ট তাকে জার্মানিতে হত্যা করে বলে সন্দেহ করা হয়। কিন্তু তার সৃষ্টিকে হত্যা করতে পারে না। তার মৃত্যুর পর তার সৃষ্টি আরো বিস্তারিত এবং সূর্যের মতো দীর্ঘতর হয়।
তাদের জ্ঞান সহ্য করার ক্ষমতা নেই। তারা যুগে যুগে জ্ঞানীদের হত্যা করেছে।
কিন্তু জ্ঞানকে হত্যা করার ক্ষমতা তাদের নাই। তাই তারা সবসময় ব্যর্থ। এবং অন্ধ আস্ফালনে কুকুরের মতো চিৎকার করে বেড়ায় এখানে সেখানে।