সামুতে ঢুকলেই গড়ে প্রতি পেইজে দেখা যায়, সামুর মডারেশান ঠিক নাই, মডু ঘুমায়, হ্যান ত্যান.... নিয়া মডারেশানের কানের কাছে ঘ্যান ঘ্যান।
আজকে আপনাদের কাছে প্রমাণ সহ হাজির করি সামুর তৎপর মডারেশানের নমুনা।
প্রায় দেড় বছর আগে একটা নিক খুলেছিলাম " কাহিনী কি?" এই নামে। তার প্রথম পোষ্ট দিলাম। পোষ্ট দেবার কতক্ষন পর দেখি আর লগ ইন করতে পারিনা, হালকা লাল অক্ষরে লিখা, এই ব্লগটি ব্যান করা হয়েছে...
কান্ড দেখেন, কি লিখা ছিলো সেই ব্লগে যে লোকজন দেখার আগেই একেবারে নগদে ব্যান, নিচে হুবহু কপি পেষ্ট করলাম লিখাটা ( পুরো বোল্ড করা লিখাটা)... আতঁলামী করেছিলাম নিঃসন্দেহে, তাই বলে এত তৎপর মডারেটর!!
এর পরও বলবেন, মডারেশন খারাপ??
নিন - পড়ুন সেই ব্যান খাওয়া ব্লগটি...
......................................................................................................
আমার প্রথম পোষ্ট - আঁতেল আসিয়াছি! সাবধান!!
০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৮
কেউ দেখি সত্য কথা কয়না। আফসোস্ । দায়িত্ব টা তাই কাঁধে নিলাম। আল্লা ভরসা, কি বলেন। চক্ষে উল্টা পাল্টা কিছু পড়লেই কইলাম , খবর আছে। সদা সত্য কথা বলিবেন।
ভাবতাছেন , আরে আঁতেল আসছে।
জ্বি জনাব। কথা সত্য।
তয় , কাহিনী কইলাম একই ।
খালি ফাইজলামী। ফাজিলে ফাজিলে ব্লগ আজ সয়লাব।
কে দেবে আশা, কে দেবে ভরসা? জাতির ভাগ্যাকাশে ... ইত্যাদি.. ইত্যাদি...
আচ্ছা, এবার মাইনাস দেন। কইস্যা। বুঝবো, ডর খাইছেন।
তয়, ডর খাইলেই কইলাম ভালো।
কারণ আমি চোখ রাখতেছি, এই হানে কাহিনী কি????
................................................................................................
বিঃদ্র: তখন মাইনাস বাটন পুরো দমে চালু, আফসোস কাউকেও মাইনাস দিতে পারিনাই কাহিনী কি নিকে।
ভালোকথা, এই পোষ্ট পড়ে আমার হাঁড়ির খবর জানিয়ে দেয়া মডারেটার না আবার এই নিকটিকেও ব্যান মারে, তাই সময় থাকতে ঈদ মোবারক সবাইকে।।