মাননীয়গণ
অন্যের বানানো চেয়ারে না বসে নিজের চেয়ার নিজেই বানিয়ে নিন;
এই চেয়ার বানানোর রেসিপিতে লাগবে
কিছু সিজনকরা কাঁঠ যেটাকে আপনি বলতে পারেন নিবেদিত সমর্থক,
কিছু পেরেক যেটাকে আপনি বলতে পারেন
প্রতিশ্রুতি,
একটা হাতুড়ি যা আপনার ব্যাক্তিত্ব প্রকাশ করবে,
আর একটা মানানসই করাত যা আপনার কাজের কৌশল প্রকাশ করবে।
এখন কি ধরনের চেয়ারে আপনি বসবেন,
কোন ধরনের চেয়ার আপনার জন্য আরামদায়ক তা ঠিক করতে না পারলে
প্রয়োজনে গুগল করুন,
ইউটিউব সার্চ করে দেখে নিতে পারেন
অথবা এআই ব্যাবহার করে দেখতে পারেন।
শুধু মনে রাখবেন শরীরের ওজন অনুযায়ী চেয়ারের পায়া ঠিক করে লাগাবেন
যেই পেরেক যেখানে লাগানো দরকার তা যেন সেখানে থাকে;
তা নাহলে আপনার পশ্চাতদেশ বারবার পেরেকের খোঁচায় রক্তাক্ত হতে পারে।
মাননীয়গণ,
মনে রাখবেন
অন্যের বানানো চেয়ার দেখতে যতই আরামদায়ক হোক
সেখানে বসলে পশ্চাতদেশ রক্তাক্ত হবেই হবে,
আর একসময় পুরো চেয়ার ভেঙে পড়ে কোমড়ের হাড়ে আঘাত হানার সম্ভাবনা থেকেই যায়।
মাননীয়গণ,
আজ থেকে নিজের চেয়ার নিজেই বানানো শিখুন
নিশ্চিন্তে আরামে বসুন
পশ্চাতদেশ রক্তাক্ত হওয়া থেকে নিরাপদ থাকুন ।
——————
রশিদ হারুন
১৭/০৯/২০২৪
মন্ট্রিয়াল , কানাডা
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৯