ভোরে ঘরের দরজা খুলতেই দেখি
একটা আহত স্বপ্ন সিড়িতে বসে আছে।
কে রেখে গেলো একটা আহত স্বপ্ন আমার ঘরের সিঁড়িতে ?
আশে পাশে তন্ন তন্ন করে খোঁজ করেও পেলাম না
আহত স্বপ্নের মালিককে।
আহত স্বপ্নের সারা গা জুড়ে
জোড়াতালি দেওয়া কাপড় মতো রক্তাত্ব হয়ে ঝুলছে
একটা মানচিত্র, একটা পতাকা,
একটা জাতীয় সংগীত, একটা সংবিধান, একটা স্বাধীনতা।
বেওয়ারিশ আহত স্বপ্নটার মালিক খুঁজতে খু্জতে
আজকাল বিভ্রান্ত হয়ে যাই-
স্বপ্নটা আমার নিজের না তো!
নাকি কোন বন্ধুর,
অথবা আমার বাবা মা’র
নাকি আমার সন্তানের ,
এমনতো হতে পারে কোন
ফেরিওয়ালার,
শ্রমিকের,
শিল্পীর,
হয়তো বা কোন ভিখারির।
আহত স্বপ্নটা কি কোন ছাত্র বা শিক্ষকের
বা কোন সরকারি চাকুরীজিবীর
অথবা কোন ব্যবসায়ীর বা রাজনীতিবিদের?
আজকাল ছায়ার মতো আমার কাঁধে হাত রেখে
হেটে বেড়ায় আহত স্বপ্নটা।
মানুষ আহত হলে হাসপাতালে চিকিৎসা নেয়
কেউ কি জানেন
আহত রক্তাত স্বপ্নদের চিকিৎসা হয় কোন হাসপাতালে?
———————-
রশিদ হারুন
১৫/০৯/২০২৪
মন্ট্রিয়াল, কানাডা
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯