আমরা কিছু বন্ধু মিলে ঘুরে আসতে চাচ্ছি ভারত। সমস্যা হচ্ছে আমাদের কারোই এত দূরে ভ্রমণ করার অভিজ্ঞতা নেই। আশা করি আপনাদের কাছ থেকে কিন্তু তথ্য আর অভিজ্ঞতাগুলো জেনে অনেক উপক্রিত হব । ইচ্ছা আছে দেশে ফিরে তথ্যসহ একটা ব্লগ সিরিজ লিখবো।
আমাদের ইচ্ছা আছে ৪টি স্থানে যাওয়ার।
১। কলকাতা
২। আগ্রা
৩। জয়পুর
৪। দিল্লি
আমাদের বাজেট হচ্ছে প্রতিজন প্রায় ২০,০০০ টাকা (ভিসা বাদে)। আমরা ভ্রমনের ক্ষেত্রে খুব বেশি আরাম চাই না। মানে হচ্ছে যেখানেই রাইত সেখানেই কাইত। যাব ডিসেম্বরে ।
ট্রেনেই যাব না বাসে যাব?
শহরগুলোর দর্শনীয় স্থানগুলোতে কম খরচে কিভাবে ঘুরব?
কম খরচের হোটেল কোথায় পাব?
প্রসিদ্ধ খাবারগুলো কি কি ? কোথায় কত দামে পাব?
কোন জায়গা আছে যেটা মিস করা উচিত হবে না ?
(এই প্রশ্ন গুলোর উত্তর গুরুত্বরভাবে দরকার)
কোন জায়গা যদি আপনারা কেউ রেকমেন্ড করেন তাহলে ভাল। পয়সা বাচানোর কোন কৌশল যদি জানেন প্লিস কমেন্ট এ সাহায্য করুন।
আপনার সাহায্য আমাদের জীবনের এক সুন্দর স্মৃতির কারন হতে পারে। সবার সহযোগিতা কামনা করছি।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২০