নোবেল পিস প্রাইজটা যে কেন সবসময় বিতর্কিত ব্যাক্তিদের দেওয়া হয় তার রহস্য আজো উদ্ধার করতে পারলাম না।এই তালিকায় রয়েছেন ওবামা,কিসিঞ্জার,শিমন প্যারেজ আরো কত ।
ওবামাকে গতবার নোবেল দেওয়ার পর মনে হল ভাগ্যভাল বাংলা ভায়ের ফাঁসী হয়েছে।নইলে দেখা যেত তাকেও মনোনীত করা হয়েছে নোবেল শান্তি পুরস্কারের জন্য।
আগামীবার নোবেল পিস প্রাইজ পাবে কে?এর জন্য একটি শর্ট লিস্ট আমি করলাম।যাতে আসল পুরস্কার ঘোষনার পর ব্লগবাসীর আক্কেল গুড়ুম অথবা রাতের ঘুম হারাম না হয়।
এখন একটি আগাম জনমত জরিপ চালানো যাক।
ইন্টারনেশনালি :
১)ওসামা বিন লাদেন ও জর্জ বুশ। (বিশ্বশান্তি ও গনতন্ত্র প্রতিষ্ঠায় মহান আমেরিকান সরকারকে ইরাক,আফগানিস্তান আক্রমনের সুযোগ করে দিয়ে সেসব দেশের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তনে সহায়তা করা।প্রমান স্বরূপ বলা যায় ন্যাটো এর মুখপাত্র ঘোষনা দিয়েছেন আফগানিস্তান নাকি লন্ডন,নিউইয়র্ক থেকে নিরাপদ। )
২)আহমদিনেজাজ ।(ইরানে গে রাইটস আইন পাস করা এবং ইরানকে এশীয়ার মেক্সিকো বানানোর ঘোষনা দেওয়া। (কাল্পনিক))
৩)টেরি জন উইল ।(কোরান বার্নিং এর হুমকি দেওয়া প্রিস্ট।বেশী কিছু বলার দরকার নাই আর।)
যদি ভুল করে বাংলাদেশ পেয়ে যায় তবে :
১)সাকা চৌধুরী ।(তার বিখ্যাত উক্তি সমগ্র সর্বভাষায় অনূদিত হওয়ার পর সারা বিশ্বজুড়ে হাসির ঝড় এবং অতঃপর পাচ মিলিয়ন মানুষের ওয়ারিদের ইনস্ট্যান্ট বোনাসের মত ইনস্ট্যান্ট হৃদরোগ থেকে মুক্তি লাভ। )
২)নিজামী,মুজাহিদী,গোআ এবং জামাতে ইসলামী বাংলাদেশ।(এশীয়ার এই অঞ্চলে জনসংখ্যা সমস্যার কথা চিন্তা করে তা রোধে ৭১এ কার্যকর পদক্ষেপ গ্রহন।)
৩)জয়নাল হাজারী,সাহারা খাতুনএবং ছাত্রলীগ (নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে বিলুপ্ত হয়ে পৃথিবীবাসির স্বস্তির দীর্ঘশ্বাস এনে দেওয়ায় সম্মানসূচক এই পুরস্কার।যদি পান তবে পুরস্কার গ্রহন করবেন স্বরাস্ট্র মন্ত্রী সাহারা খাতুন। )
৪)এরশাদ চাচা।(তার "হাল ছেড়না বন্ধু" এই মানসিকতাটি পৃথিবীর লক্ষাধিক ৭৬+ মানুষকে দেখিয়েছে শেষ বয়সে নতুন করে বাঁচার আশা। )
পুনশ্চঃ এরশাদ চাচা কে চিকৎসা বিজ্ঞানেও মনোনিত করা যেতে পারে।আন্ধা হাফিজ আর আটরশী পীরের দোয়ার মিশ্রনে এমন বলবর্ধক আবিষ্কার দুনিয়ার তাবৎ চিকিৎসা বিজ্ঞানীদের চোখ কপালে তুলেছে।
ভোট দিন এবং আপনারাও আরো কিছু প্রার্থী মনোনীত করুন।