নিয়তির বর্ষাকাল আমাকে দিয়েছ
বিস্মৃতিরও ঢের আগে তার কথা ভাবি
রাতজাগা এক পাখি ঠাঁয় বসে আছি
মধ্যরাতে আমি ধরি দূরপাল্লা ছবি
কখনও ধরি না তাকে ছুঁই না
গা বেয়ে জলের ধারা আনন্দ বর্ষায়
অ্যালবাম থেকে খুলে নিই
বলি, রংটুকু তুমি রেখেছ কোথায়?
আনন্দে ময়ূরও নাচে নিত্য ছোটাছুটি
আসলে এসবই আজ ঠান্ডা এলোমেলো
বারান্দায় এক কাপ চা নিয়ে অপেক্ষা
সস্তার কাপড় যেন আলুথালু হলো;
ঘরের ভিতরে ছাঁট ঢুকেছে কি আজ?
বজ্রপাতে, বিরহের গাছ-পাতা-ফুল
সকল আশ্চর্য গানই ভাঙে অবিরত
গীতবিতান-আলোয় সামান্য মুকুল।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৫