১ম শ্রেনিঃ
আম্মু(আদরের সাথে)- "আব্বু আস, আমার কাছে আস পড়তে আস।"
আমি(আল্লাদসহ আবদারের ভঙ্গিতে)- "আরেকটু খেলি গাড়িটা নিয়া"
৫ম শ্রেনিঃ
আম্মু(রাগের সাথে)- "ঐ পোলা খালি লাফালাফি। যা পড়তে বয়"
আমি(ভীত গলায়)-"বসতাছি আম্মু"
৮ম শ্রেনিঃ
আম্মু( লাঠি হাতে)- "ঐ ফাঁকিবাজ পড়াশনা নাই?? বইলি পড়তে??"
আমি(হাল্কা প্রতিবাদী স্বরে)- "আহা!! যাইতাসি পড়তে"
১০ম শ্রেনিঃ
আম্মু( হিউজ রাগ নিয়া)- "ঐ সামনে না তোর মেট্রিক পরীক্ষা, কোন চিন্তা আছে?? "
আমি(মোটামুটি রাগ নিয়া)- "আরে পড়তাসি পড়তাসি। দেহুমনে মাইনশের পোলাপাইন কি করে... হুহ! "
১১শ শ্রেনিঃ
আম্মু(ভ্রু কুঁচকাইয়া)- "একবার এ প্লাস পাইয়া ডিউটি শেষ। এইবার তো থ্রিও পাবি না। পড়তে বসার দরকার নাই। যা মন চায় তাই কর।"
আমি(নিচের দিকে তাকাইয়া)-"পরীক্ষা আসুক পরে দেখা যাইব "
১২শ শ্রেনিঃ
আম্মু(চোখে আগুন নিয়া)- "মানুষ ইন্টার পরীক্ষার আগে বাথরুমেও বই নিয়া যায় আর তুই বই পড়ার ডরে বই রাইখা বারবার বাথরুমে যাস... থাক তুই বাথরুমেই থাক।"
আমি(সেইরকম রাইগা)-"পরীক্ষাডা যখন আমার চিন্তাও আমার। ক্যামনে রেজাল্ট ভাল করা লাগে আমি বুঝমু। তুমি চুপ থাক।"
বি এস সি ফার্স্ট ইয়ারঃ
আম্মু(হাল্কা রাগ নিয়া)- "কিরে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হইয়া তো পড়া ছাইড়াই দিছিস। পরীক্ষার আগের রাত্রে পইড়া কি রেজাল্ট করবি?"
আমি (নরমালি)- "ভার্সিটির পড়া এমনই। পরীক্ষার আগেই পড়ে সবাই।"
বি এস সি থার্ড ইয়ারঃ
আম্মু(হাসিমুখে)- "কিরে আর কয়দিন??"
আমি(ইমোশনলেস)-"এইতো আর এক বছর"
বি এস সি শেষঃ
আম্মু(রাইগা)- "কিরে তুই অফিসে না যাইয়া ঘুমাইতাস ক্যান? ভার্সিটি যাবি? (আমার হ্যা ভঙ্গিতে মাথা নাড়া দেখে) তোর না শেষ আবার কি কাজে ভার্সিটি যাস?? তোর ফাঁকিবাজিটা আর গেলো না??"
আমি(রাইগা)-"আমি ঝুইলা রইনাই। ভার্সিটিতে যাই থিসিস করতে।আর এখন পড়া শেষ করার জন্য এত তাড়াহুড়া কিসের অ্যা?? সার জীবন ধইরা ঠেলস পড়তে বয় পড়তে বয় কইরা। আর এহন সহ্য হয়না? যামু না চাকরিতে। আমি মাস্টারস করমু, এম বি এ করমু, প্রয়োজনে পি এইচ ডি করমু। এতদিন না পইড়া তোমার জান জ্বলাইসি এহন পইড়া জ্বলামু "


