কবি নির্মলেন্দুগুনের কবিতা পড়লে মনে হয় কামই ধর্ম !
বস শামীম ওসামনের বক্তৃতা শোনলে মনে হয় খেলাই জীবন!
হিটলারের জীবনী পড়লে মনে হয় যুদ্ধই সার্বজনীন!
বাপ্পারাজের সিনেমা দেখলে মনে হয় ছ্যাকা খাওয়া একটা শিল্প!
জসিমের সিনেমা দেখলে মনে হয় লটারী জেতা খুব সহজ!
শাবানার সিনেমা দেখলে মনে হয় জীবন মানে শুধু কষ্ট আর কষ্ট!
আনোয়ার কাকুর সিনেমায় মনে হলো হার্ট অ্যাটাক যেকোন সময়!
মোশারফ করিমের নাটক দেখে মনে হয় এই দেশ ফইন্নিতে ভরা!
আ.ছফা-হূ.আজাদের লেখা পড়ে মনে হয় - তারাও চটি লেখত!
রাব্বানী-শোভন কে দেখে মনে হলো- পতন যেকোন সময় হতে পারে
বশেমুরবিপ্রবি ভিসিকে দেখে মনে হলো যোগ্যতা না থাকলেও ভিসি হওয়া যায়!
আমলাদের দেখে মনে হলো দুর্নীতি হচ্ছে অধিকার, বাপের ওয়ারিশ!
সুুলেমান সুখনরে দেখলে মনে হয় যার যত বড় চাপা সেই তত বড় বিদ্বান!
হায়মানকে দেখে মনে হলো ১০ মিনিটের স্কুলেই তথ্যপ্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছেন
লিখেছেন তরুন কবি জাহিদ!
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৩০