নারী,
প্রথম যেদিন শাড়ি পড়েছিলে,তাতে ভুল ছিল
টিপ পড়তে গিয়ে,মিস করেছিলে কাংখিত স্থান
প্রথম লিপস্টিক,অধরের বাইরে দারুন বেমানান
হিজাবের কাটার আঘাত ফুটিয়েছিল রক্তজবা।
তাই,
তোমার প্রথম ভালবাসা টের পাওনি
আজো তুমি আয়নাকেই ভালবাসো,ভুল শোধরায় বলে-
কি দারুন অপচয়-নারী জীবনের
ভুল মানুষকে গোপনে ভালবেসে যায়
ভুল পাত্রে রাখে নিজস্ব বিশ্বাস।
আমিও সরব হতাম,যদি পেতাম সামান্য আশ্বাস।
কিছুই পাইনি,কিছু হারিয়েও যায় নি,তবে ভেবে রেখেছি—
সুযোগ পেলেই,পরজনমে ঈশ্বরকে বলে আয়না হব তোমার।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৫৯