রাস্তায় দাঁড়িয়ে ফুল বেঁচে সামিয়া,সিগন্যাল ওর জন্য আর্শীবাদ
একটা সিগন্যাল যেন একটা নতুন সম্ভাবনা
ফুল সবাই কেনে না,দম বন্ধ করার মত আটকে রাখে গাড়ির কাঁচ
কেউ কেউ কড়া চোখে চায়,কেউ বলে "যাহ ভাগ"
এত নিঃগ্রহ সহ্য করেও হাতের ফুলগুলোকে ফেলে দিতে পারে না সে
সামিয়া তার অনর্থক জীবনটাকেও ফেলে দিতে পারে না।
পরন্ত বিকেল বা সন্ধ্যায় ফুল বিক্রি হয়, বিক্রি হলেই টাকা চলে আসে হাতে
প্রতিটি টাকার মূল্য সে জানে,ক্ষুদ্র দশ টাকার কী দারুন মূল্য তার জীবনে।
আজ সে একটা দারুণ কাজ করেছে,
হাতের শেষ গোলাপটি কিছুতেই বিক্রি হচ্ছিল না
এইতো কিছুক্ষন আগে কালো গাড়িতে বসা,এক সুদর্শন যুবককে
চারবার অনুরোধের পরও যখন ফুল কিনতে রাজী হল না
বিনা মূল্যেই দিয়ে দিয়েছে তার হাতে।
সামিয়া বা অজ্ঞাত সেই যুবক জানে না............
বিনামূল্যের সেই গোলাপে কি ছিল অশ্রু না ভাললাগা?
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৯