কবিতা হারিয়ে গেছে তার বিশুদ্ধতাকে ধারণ করতে
ক্লান্ত পথিকের পায়ে পায়ে ঘুরে একদিন ফিরবে,আলয়ে
সে দিন আঁচল বিছিয়ে রেখো,
নিষিদ্ধ আঁচলে বেঁধে দেবো জাম্বুরা ফুলের ঘ্রাণ
খুব গোপনে তুলে দেব একটি নিস্পাপ প্রাণ।
মায়াতে না বেঁধে তারে,ছায়াতে ছেড়ে দিও
শেষ চাওয়াতে তার পুরোনো স্পর্ষ নিও।
ফিরে এসো বলো,বিদায় বলো না
ফেরাতে যায়, বিদায়ে না ফেরা
এবার আত্নহননের পথে ছুটবে কবিতা
পরিশুদ্ধতার পর নিজেকে বিলীন করতে
সৃষ্টিশীল সব প্রাণ জাম্বুরা ফুলের শুকনো ঘ্রাণে মিশে যাবে!
এরপর ভুলে যাবে সব,সব ভুলে যাবে তারপর
পুরোনো কবিতাকে মনে পড়লে,দিগন্তের পানে চেয়ে থেকো
এক শীতের শেষে জাম্বুরা ফুলের ঘ্রাণে,আবার যদি ব্যাকুল হও
জেনে রেখো,
আগত বর্ষার মধ্য দুপুরে কবিতা ফিরে আসবেই।
নোট- দুই কবি একটা কবিতা এই কবিতার পূর্নতা দান করেছেন আলাউদ্দিন ভাই।কবিকে ধন্যবাদ।