এক টুকরো ছাদ আর সোনালী বিকেল
সময়ের চাওয়াটা চাইলেই হয়,
চাইলেই ছাদের উপর ভরে যেতে পারে সবুজে,তোমার সবুজে
গাছের ডগায় বসে দোল খায় ছোট্ট টুনটুনি
আমি দেখি আর ভাবি,মায়াবিনী চোখে রাখি চোখ
শুন্যতায় ভেসে থাকে আমার সসীম হাত
তোমার হাতের ছোয়া খোজে,খোজে প্রিয় মানুষের মুখের আদল
এক সময়
ভাব আর ভাবনায় ছেদ পড়ে,হাত থেকে খসে যায় সোনালী বিকেল
তোমার কাছে জমা হয় আমার অসম্ভব আবদার,রুদ্ধ দুয়ার।
তারপর অস্তরাগে,চুম্বন একে তুমি নিলে বিদায়
টুনটুনি শুনে যাও
এর বেশী চাইনি,
যা পেয়েছি,তা তোমায় অমরত্ব দিক আমার জীবনে।