দু'জন অদূরদর্শী নেতা একটা দেশকে কিভাবে ধ্বংসের কাছে নিয়ে যেতে পারে তার উদাহরন বাংলাদেশ। (শেখ মুজিব, জিয়াউর রহমান)
একজন আদর্শ বিপ্লবী কত বোকা হতে পারে তার উদাহরনও এই দেশেই, সেই বিপ্লবীর নাম তাহের।
দু'জন প্রায় অশিক্ষিত নারী কিভাবে দেশের কোটি কোটি শিক্ষিত মানুষকে ক্রমাগত ধোঁকা দিতে যেতে পারে তারও উদাহরন এই দেশ, বাংলাদেশ। (হাসিনা, খালেদা)
মানুষ কত বোকা হলে মূর্খ দুজন নারীর নেতৃত্ব মেনে নিতে পারে, তার উদাহরন বাংলাদেশ। (হাসিনা, খালেদা)
তরুনরা কতটা অন্ধ হলে ভবিষ্যত নেতা হিসেবে একটা চোর আরেকটা বারপারকে ক্ষমতায় স্বপ্ন দেখে তারও উদাহরন বাংলাদেশ। (তারেক দ্যা খাম্বা চোর, জয় দ্যা পাওয়ারপয়েন্ট বাটপার)
বাংলাদেশীদের বৈদেশিক পণ্যপ্রীতি প্রচন্ড রকম, সব কিছুই তাদের বিদেশী চাই। যেমন ধরুন, ভারতের চাল-ডাল-নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-স্যাটেলাইট বিনোদন, ফাঁপা বলিউড সংস্কৃতি। এই বিদেশী পণ্য প্রীতি এতটাই বেড়েছে যে এরা আজ নিজের জাতীয়তা এবং স্বকীয়তা ভুলে বাংলাদেশীরা হয়ে যায় হয় মুসলমান নইলে হিন্দু, নইলে খ্রীষ্টান - কেউ তারা বাংলাদেশী হতে চায় না।
হাসিনা-খালেদা ক্ষমতায় যাবার সময় একে অন্যকে গালি দেয়, প্রত্যেকেই প্রাচীন বাতিল মূল্য তালিকা দেখিয়ে জানায়, তার আমলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কত কম ছিলো, কিন্তু কেউই ক্ষমতায় এসে সেই দাম কমায় না, বরং বাড়াতে থাকে।
বাংলাদেশ এমন একটা দেশ, যার প্রায় সবগুলো মানুষই অন্ধ, তারা মায়ের ধর্ষক জামাতকে খোলা লাইসেন্স দেয় ধর্মের হোলসেল নিতে। আর যাদের জন্য এদেশ আজ মুক্ত, সেই মানুষগুলোকে ছুঁড়ে মারে সমাজের দরিদ্রতম এবং অন্ধকারতম কোনে।
এটা এমন একটা দেশ, যেখানে প্রানরক্ষাকারী ঔষধে ভেজাল মিশিয়ে করে রাখা হয় প্রাননাশক, তবু কারো সাজা হয় না।