বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই সেদিন
রশীদ মামার টং,চালের ফাঁকে ।
তামাক আর ফিল্টারের
অন্তরঙ্গ সেই মুহূর্তে
বাঁশে হেলান দিয়ে দাড়িয়েছিলে বৃষ্টি ছাড়ার অপেক্ষায়;
ভুল করে প্রথম যেদিন
দেখে ফেলি তোমায় ।
গাঢ় করে দেয়া কাজলে,শহুরে চোখে
নীল ঠোটে,আর নীল জামা'তে
বেশ লাগছিলো কিন্তু ।
নীল আমার প্রিয় রং ,
বন্ধুরা ক্ষেপায় সেই থেকেই নাকি শুরু ...
ভুল সুরে হেড়ে গলায় গাওয়া আমার সব গানে,
অযত্নে আর অবহেলায় ফ্রেট উচু হয়ে যাওয়া
গীটারের ছয়টি তারে,
হটাৎ একদিন খুঁজে পাওয়া হারানো পেন্সিলে
বন্ধুদের নিয়ে দেখা সব নীল ছবিতে
আধপোড়া ফিল্টারে কিংবা
রাজপথে দেয়া সব মিছিলে,অন্যমনস্ক মনে
তুমি মিশে ছিলে,তুমি মিশে ছিলে,তুমি মিশে ছিলে ।
তোমার ঠোঁটের ধোয়াটে মাদকতায়,
চোখ বুজে ধীরে
লেননের গানে
আমি ডুবে আছি,আমি ডুবে আছি,আমি ডুবে আছি ।।
অপদার্থ ছিলাম সব সময়,
কদাচিৎ ভীতুও
রঙিন কাগজে একেছিলাম তোমার চোখ ,
তোমার ঠোঁটও ।
চোখ গুলো আঁকতে গিয়ে নেশায় ডুবেছি শতবার ।
নিকোটিনের সাথে তোমার চোখ,তোমার ঠোঁট
যেনো এলোমেলো সব বাসের প্রসব বেদনা;
তোমার আমার প্রণয়ের পৌনপুনিক গোলকধাঁধার
অমিমাংসিত জটিলতার ।।
জটিলতার আজ সাত মাস ,
"অপেক্ষা করেছি,
উপেক্ষা পেয়েছি।
বুঝতে পারিনি অ আর উ তে তোমার আমার
এখনও বিস্তর ফারাক ।"
................................
কবিতাটি গতকাল রাতে নিজস্ব ব্লগস্পটে প্রকাশিত ।