উত্তরায় বিশিস্ট ব্লগার, মানবতাবাদী লেখক, মুক্তমনা ( কিছু মানুষ বলে ইসলাম বিদ্বেষী) আসিফ মহিউদ্দীনের উপর ছুরিকাঘাতের তীব্র প্রতিবাদ জানাই।
এভাবে যদি অনলাইন এক্টিভিস্টরা আক্রমনের স্বীকার হয় বাক স্বাধীনতা টা রইলো কোথায় ? যদিও আমাদের এই দেশে অফলাইনে লেখালেখির ও নিরাপত্তা নাই।
বিশিষ্ট লেখক হুমাওন আযাদ হয়েছিলেন আক্রান্ত, বিশিষ্ট নারীবাদী তস্লিমা হয়েছেন দেশছাড়া।
আর কতকাল দেশের এরকম মুক্তমনারা আক্রমনের স্বীকার হবে?
তাহলে বলতে হয় এখন পর্যন্ত এই দেশ তাদের কাছে নিরাপদ না। তাই যতদিন পর্যন্ত এই দেশ নিরাপদ না হচ্ছে ততদিন আসিফ মহিউদ্দিন কে পলিটিক্যাল এসাইলাম দিয়ে আমেরিকায় পাঠানোর জন্য বারাক ওবামাকে রিকুয়েস্ট করছি।
এই মূহুর্তে আসিফ মহিউদ্দিনের উচিত তার শরীরে আঘাতের চিহ্ন, মামলার কাগজপত্র, তাকে হুমকি দেয়া মেইলের কপি নিয়ে আমেরিকান দুতাবাসে যাওয়া। যাতে তাকে পলিটিক্যাল এসাইলাম দিয়ে সাময়িক সময়ের জন্য দেশের বাইরে পাঠানো হয়
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬