আমাদের সমাজের বিভিন্ন মানুষের নানাসময়ে বিভিন্ন কিছু লাগে। যেমন কারো লাগে রক্ত, কারো লাগে চোখ কারো লাগে কিডনি।
এগুলো যখন দরকার পরে খুঁজে পাওয়া যায় না। পেলেও দাম দিতে হয় বেশি।
আজ এমন এক ফর্মুলা দিব, যেখানে এসব জিনিস তো পাওয়া যাবেই, সাথে সরকারের ও রাজস্ব বাড়বে।
এত গুলো মানুষ প্রতিবছর পুড়ে অপচয় করার চেয়ে, ১০০০০, ২০০০০, একলক্ষ বা ১ টা ছাগল দিয়ে তাদের পরিবার থেকে মানুষ গুলোকে কিনতে পারে সরকার।
তার পর তাদের ব্লাড গ্রুপ, পুরুষ নারী, সামর্থ্যবান, ইত্যাদি ক্যাটাগরিতে রেখে পালন করা যেতে পারে।
তখন যার যেটা দরকার হবে, বিশেষজ্ঞ ডাক্তার এর সাহায্যে ম্যাচিং পার্টস খুঁজে বের করে সুলভ মূল্যে বিক্রয় হবে।
তবে সুশীল রা এদের শরীরের পার্টস ইউজ করবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। এবং তারা এটার বিরোধিতা করবেন। কারন মানুষ পোড়া বন্ধ হয়ে গেলে তো তাদের আর্টিকেল লিখার টপিক্স কমে যাবে।