বিএনপি আর আওয়ামী লীগ'কে বর্তমান সংকটে একই পাল্লায় মাপা'র ঘোর বিরোধীতা করি আমি। এবং সেইসাথে যারা আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে রাজাকারদের বিচার হবে না বলে আওয়ামী লীগের গণতন্ত্র ও দেশ ধ্বংসের উদ্দেশ্যটি বৈধতা দেন তাদের বিভ্রান্ত মনে করি।
কারন, আমি-আপনি-সে, আমরা সবাই জানি দেশের মানুষ একই সাথে চায় রাজাকারদের বিচার এবং নিরপেক্ষ নির্বাচন।
এখন দরকার, রাজাকারদের বিচার বিষয়ে বিএনপি'র সম্মতি এবং নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সম্মতি।
চলেন শুরুতে রাজাকার বিচার সম্পর্কে বিএনপি'র মতামত কি দেখি?
বেগম জিয়া একাধিকবার পরিষ্কার করে বলেছে বিএনপি ক্ষমতায় আসলে চলমান বিচার চলবে এবং দলমত নির্বিশেষে সকল রাজাকারদের সুবিচারের মুখোমুখি করা হবে।
তারপরও প্রথম আলো বিএনপি'র অবস্থান পরিষ্কার নয় বলে এ বিষয়ে বিএনপি'র শীর্ষস্থানীয় নেতা শমসের মবিন চৌধুরীর কাছে জানতে চেয়েছিল,
"প্রথম আলো-- যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে আপনাদের অবস্থান কিন্তু এখনো পরিষ্কার নয়।
শমসের মবিন চৌধুরী-- আমরা এখন বিরোধী দলে, সরকারে যখন যাব তখন পরিষ্কার হবে যে এ ব্যাপারে আমরা কী করব। বিরোধী দলে বসে তা পরিষ্কার করা কঠিন। যুদ্ধাপরাধের বিচার অবশ্যই অব্যাহত থাকবে, তবে বিচার-প্রক্রিয়া গ্রহণযোগ্য, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করা হবে।
এখন যাদের বিচার চলছে, এর বাইরেও অনেকে নানা রাজনৈতিক বিবেচনায় এই প্রক্রিয়ার বাইরে রয়েছেন, সবাইকেই বিচারের আওতায় আনা হবে। "
---
তার মানে, খালেদা জিয়ার বক্তব্যগুলোর পর বিএনপি'র এই নেতা'র তরফ থেকেও চলমান রাজাকার বিচারের বিষয়ে পরিষ্কার ইতিবাচক বক্তব্য পাওয়া গেছে এবং শুধু সম্মতিই নয় বরং অন্যান্য দলের যুদ্ধাপরাধীদেরও বিচার করা হবে মর্মে ঘোষনা দেয়া হয়েছে।
বিএনপি'র প্রতি প্রশ্নের উত্তর বা বিএনপি'র হাতে থাকা সমস্যার সমাধান পাওয়া গেলো।
কিন্তু পরের সমস্যার সমাধান কোথায়? আওয়ামী লীগের তরফ থেকে নিরপেক্ষ নির্বাচনের সমাধান কোথায়?
নাই!
তাহলে বিএনপি'র প্রতি প্রধান প্রশ্নের উত্তর পেয়ে, আওয়ামী লীগের প্রতি প্রশ্নের উত্তর না পেয়ে আমি কিভাবে এবং কেন বিএনপি ও আওয়ামী লীগ'কে একই পাল্লায় মাপবো?
বরং আমার সন্দেহ বিএনপি সব দলের রাজাকারদের বিচার করবে ঘোষনা দেয়াতেই আওয়ামী লীগ শুধু ক্ষমতা ধরে রাখা ও ভারতের ষড়যন্ত্র বাস্তবায়নই নয় বরং তাদের নিজেদের দলের রাজাকার যুদ্ধাপরাধীদেরও বাঁচানোর উদ্দেশ্যে চলমান ষড়যন্ত্র করছে।
----------------
বিএনপি'র পক্ষ থেকে ক্ষমতায় গেলে চলমান বিচার অব্যাহত রাখার পাশাপাশি, দলমত নির্বিশেষে সকল যুদ্ধাপরাধীদের বিচারের স্পষ্ট ঘোষনা'র কারনেই কি আওয়ামী লীগ একটি নিরপেক্ষ নির্বাচন দিচ্ছে না?
তাহলে, আওয়ামী লীগই যুদ্ধাপরাধীদের রক্ষায় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে!!!