"ভারতকে আমেরিকা নন-কোপারেটিভ দেশ হিসেবে ঘোষণা করেছে", "ভারতের মুদ্রার মান কমে গেছে", "ভারতের হাসপাতাল ব্যবসা শেষ ", , "ভারতে বিদেশী পণ্যের উপর ট্যাক্স বেশী", "ভারতের কাছে ইউরেনিয়াম নেই", "সেভেন সিষ্টার হাত ছাড়া হয়ে যাচ্ছে", ব্লা ব্লা ব্লা। সামুর ব্লগারো নিজ দেশে কি হচ্ছে, সেটা কোনভাবেই সঠিভাবে লিখতে পারেন না; কিন্তু বিশ্বের ৪র্থ অর্থনীতি ও ১২০ ভাষার দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি বিশ্লষণ করে লিখছেন যে, ভারত মহা সমস্যায়, উহা শেষ!
সামু পড়ে একটা শান্ত্বি পাওয়া যায় যে, আমেরিকা যে শুধু বাংলাদেশকে ধরেছে তা'নয়, এবার ভারতকে ধরছে। বাংলাদেশের বেলায়, আমেরিকা "ভিসা নীতি ঘোষণা" করেছিলো; ইহার পর, শেখ হাসিনা নেই! ভারতকে "নন-কোঅপারেটিভ" দেশ হিসেবে ঘোষণা করেছে; আগামী ৩৬ শে জুলাই'এর আগেই উহা শেষ!
সামুতে ভারত নিয়ে প্রতিদিন ১৫টি করে পোষ্ট দিলেও পাঠক পাওয়া যাবে; শুধু লিখতে হবে, "ভারত শেষ", ভারতের অবস্হা আমাদের থেকে অনেক অনেক খারাপ! কিছু ব্লগার প্রতিদিনই ভারতের সমস্যা নিয়ে পোষ্ট দিচ্ছেন।
এসব ব্লগারেরা এসব লিলিপুটিয়ান কাহিনী কোথা থেকে পাচ্ছেন বলা মুশকিল। ভারত ও বিশ্ব নিয়ে সামুতে টেব্লোয়েড ধরণের পোষ্টই আসে; ভালো কোন পোষ্ট আমার চোখে পড়েনি।
ভারত নিয়ে আমেরিকার কিছু অভিযোগ আছে: ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিম পুটিনের বিপক্ষে যেসব এমবারগো দিয়েছিলো, ভারত কোনটাই মানেনি। আমেরিকা কি এজন্য কোন কিছু করতে পারবে? মিলিটারী দিয়ে শেখ হাসিনার সরকারের মতো ভারতের সরকার বদলে দিতে পারবে?