৩ সপ্তাহ ব্লগিং করলাম, লেখা এখনো সামনের পাতায় যায় না; মনে হচ্ছে, সামুটিমের লোকজন ব্যস্ত আছেন; তাঁদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার লেখা যাতে সামনের পাতায় যায় সেটার ব্যবস্হা করার জন্য। অনেক পাঠক খুবই ব্যস্ত জীবন যাপন করেন; তাঁরা সামনে যা দেখেন তা পড়েন; ফলে, অনেকেই আমার লেখা পড়ার সুযোগ পাচ্ছেন না।
অন্যদের লেখায় মন্তব্য করার ক্ষমতা আমার নেই; আমাকে সেই ক্ষমতাও দেয়া হোক, যাতে আমি অন্যদের লেখায় ফিডব্যাক দিতে পারি। আমার বিশ্বাস, আমি ভালো ও সঠিক ফিডব্যাক দেয়ার চেষ্টা করি; আমার ফিডব্যাক ভালো ব্লগারদের সাহায্য করে বলে আমার ধারণা। আমার ফিডব্যাক ছোট হয় ও লেখার বিষয়বস্তু ও লেখার মানের মাঝেই সীমাবদ্ধ থাকে; আমাকে মন্তব্য করার সুযোগ দিলে বেশীরভাগ ব্লগার উপকৃত হবেন বলে আমার বিশ্বাস।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৩২